For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই শপথ নিতে পারেন মনোহরলাল খট্টর

হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে পারেন মনোহরলাল খট্টর। ইতিমধ্যেই দিল্লি চলে গিয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে পারেন মনোহরলাল খট্টর। ইতিমধ্যেই দিল্লি চলে গিয়েছেন তিনি। ৪০ আসন পাওয়া বিজেপি ম্যাজিক ফিগার থেকে ৬টি আসন দূরে। তবে ফল প্রকাশ হতেই নির্দল প্রার্থীদেরকে দলে ভিড়াতে ব্যস্ত হয়ে পরে বিজেপি। ফল প্রকাশ হতেই নির্দল হিসাবে জয়ী দুই বিধায়ক, গোপাল কান্দা ও রণজিৎ সিংকে চার্টার্ড প্লেনে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আইএনএলডি নেতা তথা জেজেপি নেতা দুষ্মন্তের কাকা অভয় চৌতালাও ঝুঁকেছেন বিজেপির দিকে। বিজেপির দাবি বাকি নির্দল প্রার্থীরাও তাদেরকে নিস্বার্থ সমর্থন দেবেন বলে জানিয়েছেন। এই পরিস্থিতে আজ সপথ গ্রহণ নিয়ে নিতে পারেন খট্টর। সেই ক্ষেত্রে মন্ত্রীসভা গঠনের জন্য দীপাবলীর পরও সময় পাবেন তিনি।

দিল্লি পৌঁছেছেন খট্টর

দিল্লি পৌঁছেছেন খট্টর

জানা গেছে আজই সকালে দিল্লির হরিয়ানা ভবনে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন খট্টর। বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানায় বিজেপির দায়িত্বে থাকা অনিল জৈনও। দলের বাকি নেতাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে খট্টরের।

নির্দলেদের উপর চাপ দিচ্ছে বিজেপি, অভিযোগ কংগ্রসের

নির্দলেদের উপর চাপ দিচ্ছে বিজেপি, অভিযোগ কংগ্রসের

সূত্রের খবর, বিধায়কদের সঙ্গে বৈঠক করে খট্টরকে হরিয়ানা বিধানসভায় বিজেপির নেতা হিসেবে ঘোষণা করা হবে। তারপরই সরকার গঠনের দাবি নিয়ে হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যর সঙ্গে দেখা করবেন খট্টর। সম্ভবত আজই বিকেল সাড়ে চারটে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। দীপাবলীর পর গঠন হবে নতুন মন্ত্রিসভা।এদিকে হরিয়ানায় ভোটের ফল স্পষ্ট হতেই বিজেপির বিরুদ্ধে নির্দলদের ভয় দেখানোর অভিযোগ তোলে কংগ্রেস। কংগ্রেস নেতা দীপেন্দ্র সিংহ হুডার দাবি, যে নির্দল প্রার্থীরা জয় পাওয়ার পর কংগ্রেসকে সমর্থন করতে ইচ্ছুক, তাঁদের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি। গতকাল দীপেন্দ্র বলেন, "অধিকাংশ নির্দল প্রার্থীই আমাদের সঙ্গে আসতে চাইছেন। সেই কারণে তাঁদের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি। গণতন্ত্রে এটা মেনে নেওয়া যায় না। নির্দল প্রার্থীদের নিজেদের পছন্দের দলকে সমর্থনের সুযোগ দেওয়া উচিত।"

পাশাপাশি বিজেপিকে তোপ দেগে দীপেন্দ্র বলেন, "স্পষ্ট হয়ে গিয়েছে যে মানুষ খট্টর সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন। দুষ্মন্ত চৌতালা, নির্দল ও অন্যান্য দলগুলিকে একসঙ্গে জোট সরকার গড়ার আহ্বান জানাচ্ছি। তাহলেই মানুষের রায়কে সম্মান জানানো যাবে।"

ভুপিন্দর সিং হুডার বক্তব্য

ভুপিন্দর সিং হুডার বক্তব্য

একই কথা বলেন দীপেন্দ্রর বাবা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। তিনি বলেন, "মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। সব বিরোধী দলের একসঙ্গে সরকার গড়ার সময় এসেছে। আমি সবাইকে আশ্বস্ত করছি যে সব দলকে সমান সম্মান দেওয়া হবে। সরকারের সবাইকে সম্মানীয় পদ দেওয়া হবে। এতে সব দলেরই স্বার্থরক্ষা হবে।"

সরকার গঠনে মরিয়া বিজেপি

সরকার গঠনে মরিয়া বিজেপি

তবে বিরোধীদের সব অভিযোগ মাঠের বাইরে ফেলে দিয়ে ময়দানে নামে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সরকার গঠন করতে মরিয়া বিজেপি জেজেপির সঙ্গে যোগাযোগ করতে অকালি দলের নেতা প্রকাশ সিং বাদলকে অনুরোধ করে বলেও জানা যায়।

বিজেপির সঙ্গে রয়েছে নির্দলরা, দাবি বারালার

বিজেপির সঙ্গে রয়েছে নির্দলরা, দাবি বারালার

এদিকে গতকাল গুজব রটে যে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্যের প্রধানের পদ থেকে পদত্যাগ করতে চলেছেন সুভাষ বারালা। তবে পরবর্তীতে সেই গুজব উড়িয়ে দেন বারালা নিজে। পাল্টা তিনি দাবি করেন, "নির্দল প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন। মনোহরলাল খট্টরের নেতৃত্বেই সরকার গঠন করা হবে হরিয়ানাতে। জনগণ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। আমাদের আত্মসমীক্ষা নিশ্চই দরকার। আগের বারের থেকে আমরা এবার কম আসনে জিতেছি। তবে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে আরও পদক্ষেপ নেব আমরা।"

English summary
Manoharlal Khattar to take oath as haryana cm today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X