For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতা নির্বাচিত খট্টর, রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি

হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে কাল দুপুরে শপথগ্রহণ করতে পারেন মনোহরলাল খট্টর। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে আজ চণ্ডিগড় পৌঁছান খট্টর।

Google Oneindia Bengali News

হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে কাল দুপুরে শপথগ্রহণ করতে পারেন মনোহরলাল খট্টর। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে আজ চণ্ডিগড় পৌঁছান খট্টর। সেখানে দলীয় বিধায়কদের বৈঠকে তাঁকে বিধানসভায় বিজেপির নেতা হিসাবে ঘোষণা করা হয়। বৈঠকের তদারকি করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে চণ্ডিগড় যান কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং।

আগামীকাল সপথগ্রহণ

আগামীকাল সপথগ্রহণ

বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সংবাদ সংস্থা পিটিআই-কে এই প্রসঙ্গে বলেন, "হরিয়ানায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের সদস্যদের সপথগ্রহণ অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হবে না। পরে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।" তবে বিজেপির একটি সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আবেদন জানালেন খট্টর

পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ায় পরবর্তী পদক্ষেপ হিসাবে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়তে দেওয়ার আবেদন জানালেন মনোহরলাল।

বিজেপি-জেজেপি জোট

বিজেপি-জেজেপি জোট

এদিকে নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও সেই পদ্মের হাতই ধরলেন দুষ্মন্ত চৌতালা। গতকাল বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেজেপি নেতা দুষ্মন্ত। সেখানে জোট প্রসঙ্গে সুর নরম করে তিনি বলেন, "যেই দল হরিয়ানাতে কর্মসংস্থান বাড়াতে অঙ্গিকারবদ্ধ হবে, আমরা তাদের সঙ্গে জোট করতে প্রস্তুত আছি।"

উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন জেজেপি প্রধানের মা

উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন জেজেপি প্রধানের মা

হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফালফল প্রকাশের পর ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে ছিল সরকার গঠনের রাস্তা। সেই অবস্থায় সরকার গঠন করতে দুষ্মন্ত চৌতালার দল জেজেপির সঙ্গে একপ্রকার হাত মেলাতে বাধ্য হয় বিজেপি। এর জেরে উপমুখ্যমন্ত্রী পদ জেজেপিকেই ছেড়ে দিতে হয়েছে। জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন দুষ্মন্তের মা নয়না সিং। তিনি জেজেপির টিকিটে হরিয়ানার ভদ্র আসন থেকে জয়ী হন।

বিতর্কিত বিধায়ক গোপাল কান্দার সমর্থন ছাড়াই সরাকর গঠন

বিতর্কিত বিধায়ক গোপাল কান্দার সমর্থন ছাড়াই সরাকর গঠন

অন্য দিকে বিতর্কিত বিধায়ক গোপাল কান্দার থেকে সমর্থন নেবে না বলে জানিয়ে দিয়েছে বিজেপি। হরিয়ানায় ফলপ্রকাশের পরেই সিরসার বিজেপি সাংসদের উদ্যোগে একটি চার্টার্ড প্লেনে করে কান্দা ও রঞ্জিত সিংকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দুই নির্দল প্রার্থীর দিল্লি পৌঁছানোর খবর চাউর হতেই পরিস্থিতি বদলে যায়। সেই দুই প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন গোপাল কান্দা। তবে হরিয়ানায় সরকার গঠনে কান্দার অন্তর্ভূক্তিতে আপত্তি তোলেন উমা ভারতী। বিতর্কিত বিধায়ক কান্দার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা চলছে দিল্লি হাইকোর্টে। কটাক্ষ করে কংগ্রেসও। বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মৃতার ভাইও। আজ এই বিষয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করে দেন অনিল বীজ।

English summary
Manoharlal Khattar elected as BJP legislative party leader, oath taking ceremony likely to take place on sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X