For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa election 2022: প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি, বাদ পড়লেন পরিকরের ছেলে

Goa election 2022: প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি, বাদ পড়লেন পরিকরের ছেলে

Google Oneindia Bengali News

গোয়া বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম ৩৪ জনের তালিকায় বাদ পড়েছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের ছেলের নাম। অথচ প্রধানমন্ত্রী মোদী গোয়ায় নির্বাচনী প্রচারে এসে বারবার মনোহর পরিকরের নাম বলে গিয়েছেন। তিনি বলেছিলেন গোয়া বিজেপিকে শক্তিশালী করে দিয়ে গিয়েছেন মনোহর পরিকর। দেশের প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন তিনি।

প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

গোয়া বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তাতে ৩৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির পার্লামেন্টারি বোর্ড বৃহস্পতিবার এই ৩৪ জনের নামের তালিকা প্রকাশ করেন। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের আগে েথকেই বিজেপির অন্দরে চাপ বাড়তে শুরু করেছিল। ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট বিজেপির। গোয়া বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই একের পর এক বিজেপি নেতা দল ছাড়তে শুরু করেছেন। তাতে চাপ বাড়ছে বিজেপির।

বাদ গেল পরিকরের ছেলের নাম

বাদ গেল পরিকরের ছেলের নাম

গোয়া বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা নেই মনোহর পরিকরের ছেলে উৎপল পরিকরেন নাম। ২০১৯ সালে মারা যান মনোহর পরিকর। তাঁর কেন্দ্রে পানাজি থেকে উৎপলের পরিবর্তে আটানাসিও বাবুশ মনসেরাতেেত প্রার্থী করা হয়েছে।অথচ এই কেন্দ্রে ১৯৯৪ সাল থেকে জয়ী হয়ে এসেছিলেন পরিকর। তারপরেও তাঁর ছেলেকে পানাজির টিকিট দিতে চায়নি বিজেপি। এই নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন।

কী বলছে নেতৃত্ব

কী বলছে নেতৃত্ব

কেন পরিকরের ছেলে উৎপলকে দেওয়া হল না পানাজি কেন্দ্রের টিকিট। তার উত্তরে দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন উৎপলকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথম প্রস্তাবে আগেই খারিজ করে দিয়েছিলেন উৎপল। পার্টি ভেবেছিল দ্বিতীয় প্রস্তাবটি হয়ত মেনে নেবেন তিনি। িকন্তু তাতেও রাজি হননি তিনি। কিন্তু পানাজি আসনের জন্য উৎপলের পরিবর্তে মনসেরাটেকেই যোগ্য প্রার্থী বলে মনে করেছিল বিজেপি। সেকারণেই তাঁকে আসন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ।

৪০টি আসনেই প্রার্থী

৪০টি আসনেই প্রার্থী

বিজেপি গোয়ায় এই প্রথম ৪০টি আসনেই প্রার্থী দিচ্ছে। তার মধ্যে মনসেরাটে ছাড়াও হেভিওয়েট প্রার্থী হলেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এবং তাঁর স্ত্রী দিব্যা রানেকেও টিকিট দেওয়া হয়েছে। পোরিম থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। মনসেরাটের স্ত্রী জেনিফার তালেইগাঁও থেকে টিকিট দেওয়া হয়েছে। একই পরিবারের অনেক জনকে একসঙ্গে টিকিট দিয়েছে বিজেপি। ফড়নবীশ বলেছেন মনসেরাটে এবং তাঁর স্ত্রী ২ জনেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাঁদের টিকিট দেওয়া জরুরি ছিল।

কংগ্রেসের সঙ্গে সমঝোতা

কংগ্রেসের সঙ্গে সমঝোতা

বিজেপির প্রার্থী তালিকা দেখে নতুন জল্পনা তৈরি হয়েছে গোয়ায়। মনে করা হচ্ছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেই প্রার্থী তালিকা তৈরি করেছে বিজেপি। যদিও সেই সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। প্রসঙ্গত উল্লেখ্য পি চিদাম্বরম দাবি করেছেন গোয়ায় এবার দ্বিমুখী লড়াই হবে বিজেপি এবং কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস এবং আপ সেখানে বিরোধীদের ভোট ভাগ করতে এসেছে বলে দাবি করেছেন তিনি।

English summary
First candidate list of Goa assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X