For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপথ মনোহরলাল খাট্টারের! হরিয়ানায় বিজেপি-জোট সরকারের পথ চলা শুরু

দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খাট্টার। রবিবার তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খাট্টার। রবিবার তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা। শনিবারই খাট্টারকে রাজ্যপাল সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। হরিয়ানার বিজেপি জেজেপি জোট সরকারকে সমর্থন করছে সাত নির্দলীয়ও।

শনিবার খাট্টারকে বিজেপির পরিষদীয় সর্বসম্মতিক্রমে দল নেতা নির্বাচিত করে। এরপরেই রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানায় বিজেপি।

সরকারে সমর্থন ৫৭ জনের

খাট্টার জানিয়েছেন, তাঁর সরকারে সবমিলিয়ে ৫৭ জন বিধায়কের সমর্থন রয়েছে। যার মধ্যে ৪০ জন বিজেপির, ১০ জন জেজেপির এবং সাতজন নির্দলীয়।

দিওয়ালির পর মন্ত্রিসভার শপথ

দিওয়ালির পর মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন বলে জানা গিয়েছে।

 কংগ্রেসের কটাক্ষ

কংগ্রেসের কটাক্ষ

এদিকে কংগ্রেস নেতা বিএস হুডা বিজেপি-জেজেপি জোটকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ করেছেন।

শপথে উপস্থিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডাকে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে।

জেজেপির সাফাই

জেজেপি নেতা দিগ্বিজয় চৌতালা বলেছেন, গতকাল পর্যন্ত কংগ্রেস বলেছে বিজেপি-জেজেপি জোট মানুষের মতের বিরুদ্ধে। বিজেপির পাশাপাশি তারা কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করেই জিতেছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কংগ্রেস সংখ্যা জোগার করতে পারেনি।

বিজেপির সঙ্গে জোট হতেই তিহার থেকে প্যারোলে মুক্ত অজয় চৌতালাবিজেপির সঙ্গে জোট হতেই তিহার থেকে প্যারোলে মুক্ত অজয় চৌতালা

English summary
Manohar Lal Khattar takes oath as the Haryana CM for the second term on Sunday with JJP leader Dushyant Chautala as his deputy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X