For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন কী বাত: দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

রবিবার ২৮ মে , একইভাবে দেশের জনজাতির উদ্দেশে বার্তা দেবেন তিনি। উল্লেখ্য, কোন্দ্রে মোদী সরকারের ৩ বছর পূর্তির পর, এই প্রথম ভাষণ প্রধানমন্ত্রীর।

Google Oneindia Bengali News

তাঁর 'মন কী বাত' অনুষ্ঠানে জাতীর প্রতি , তথা দেশের মানুষের প্রতি বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রথা মেনে রবিবার ২৮ মে , একইভাবে দেশের জনজাতির উদ্দেশে বার্তা দেন তিনি। উল্লেখ্য, কেন্দ্রে মোদী সরকারের ৩ বছর পূর্তির পর, এই প্রথম ভাষণ প্রধানমন্ত্রীর।

এর আগে গতমাসের 'মন কী বাত' অনুষ্ঠানে তিনি ভারতের 'VIP সংস্কৃতি' নিয়ে কথা বলেন। একনজরে দেখে নেওয়া যাক অনুষ্ঠান থেকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

  • পবিত্র রামজানের শুভেচ্ছা সকল মুসলিম ভাইবোনেদের।
  • ভারতবর্ষ জানে ঐক্যবধ্য হয়ে কীভাবে শান্তিপূর্ণভাবে চলা যায়।
  • ভারতের স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
  • বীর সাভারকরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পাশপাশি, প্রধানমন্ত্রী সেলুলার জেলের স্বাধীনতার জন্য বন্দিদের কথা স্মরণ করেন।
  • বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর।
  • প্রকৃতি ও আত্মধ্যাকে একাত্ম করেছে ভারতীয় সংস্কৃতি।
  • যোগ আসন যেভাবে মন ও শরীরকে যোগ করে। তেমনই যোগ দিবস সারা বিশ্বকে সংযোগ করছে।
  • আন্তর্জাতিক যোগ দিবস:পরিবারের ৩ প্রজন্মের সদস্যদের একসঙ্গে 'যোগ অভ্যাসের' ছবি আপলোড করার আহ্বান প্রধানমন্ত্রীর।
  • স্বচ্ছ ভারত অভিযান: ফেলে দেওয়া জিনিসকে জঞ্জাল না ভেবে, তাকে দিয়ে নতুন কিছু গড়া যায় কী না তার চিন্তাভাবনা করার আহ্বান জানান নরেন্দ্র মোদী।
  • স্বচ্ছ ভারত অভিযান: শুষ্ক জঞ্জাল নিল ডাস্টবিনে ফেলার আবেদন। সবুজ ডাস্টবিনে জলীয় বা জৈবিক জঞ্জাল ফেলার আবেদন করেন প্রধানমন্ত্রী।
  • জম্মু ও কাশ্মীরের রিয়াসি ব্লকে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হওয়ায়, সেখানের প্রশাসনকে ধন্যবাদ জাানন প্রধানমন্ত্রী। এলাকার মহিলারা এই উদ্যোগে এগিয়ে আসায়, তাঁদের বিশেষভাবে অভিনন্দন জানান মোদী।
  • গণনতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গেলে গঠনমূলক সমালোচনার প্রয়োজন বলে জানান মোদী।
  • 'মন কী বাত' অনুষ্ঠান নিয়ে প্রকাশিত হয়েছে একটি বই।
  • 'ভিম অ্যাপ' প্রচারে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী।
English summary
Prime Minister Narendra Modi will address the nation in the 32nd episode of the monthly programme 'Mann Ki Baat' at 11 am on Sunday. It will be his first address after completing 3 years in power. The programme will also be streamed on the You Tube channels of the Prime Minister's Office, Ministry of Information and Broadcasting and DD News.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X