For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দ্বিতীয় স্রোত ভারতকে কাঁপিয়ে দিয়েছে, নিচ্ছে ধৈর্যের পরীক্ষা, বার্তা মোদীর

করোনার দ্বিতীয় স্রোত ভারতকে কাঁপিয়ে দিয়েছে, নিচ্ছে ধৈর্যের পরীক্ষা, বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

প্রথম করোনা স্রোত আছড়ে পড়ার পর ভারত সরকার সেই পরিস্থিতি সফলভাবে পেরিয়ে গিয়েছে, এই বার্তা দেওয়ার পর পরই এদিন নরেন্দ্র মোদী বলেন, করোনার দ্বিতীয় স্রোত গোটা দেশকে কার্যত কাঁপিয়ে দিয়েছে। এদিন 'মন কি বাত' অনুষ্ঠান থেকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে কোন বার্তা দিলেন দেখা যাক।

প্রধানমন্ত্রীর উদ্যোগ

প্রধানমন্ত্রীর উদ্যোগ

প্রধানমন্ত্রী জানান তাঁর সঙ্গে করোনা সম্পর্কিত বিষয়ে দেশের বহু সেক্টরের মানুষেরর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই মোদীর বার্তা, গোটা দেশকে করোনার দ্বিতীয় স্রোত প্রবলভাবে কাঁপিয়ে দিয়েছে। মোদীর বক্তব্য এই সংকটপূর্ণ সময় ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।

আতঙ্কিত না হয়ে বিধি পালনের বার্তা

আতঙ্কিত না হয়ে বিধি পালনের বার্তা

নরেন্দ্র মোদী এদিন বলেন, করোনার এই করুণ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বিধি পালনের সচেতন থাকতে হবে। অভিনব পন্থায় প্রধানমন্ত্রী এদিন নিজের আলোচনায় স্বাস্থ্য়কর্মী থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আর তাঁরা প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণের ওপর জোর দেন। জানান আতঙ্কিত না হয়ে সাবধান হতে।

গুজবে কান নয়!

গুজবে কান নয়!

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে গুজবে কান না দিয়ে ভ্যাকসিন গ্রহণ করা উচিত। প্রসঙ্গত, এর আগে বহু গবেষণায় দেখা গিয়েছে, ভ্যাকসিন কোভিডের আক্রমণতাকে কমিয়ে দেয়। দেশের দুটি চালু হওয়া ভ্যাকসিনেও কতটা কার্যকরী প্রভাব আসতে তার পরিসংখ্যানও তুলে ধরেছে কেন্দ্র।

বিনামূল্যে ভ্যাকসিন ও ভারত

বিনামূল্যে ভ্যাকসিন ও ভারত

নরেন্দ্র মোদী এদিন বলেন, দেশে ইতিমধ্যেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৪৫ বছরের উর্ধ্বের নাগরিকদের। তিনি জানান ১ মে থেকে প্রাপ্তবয়স্কদেরও ভ্যাকসিন দেওয়া হবে। একই সঙ্গে মোদীর আর্জি, যাতে এই ভ্যাকসিন কেন্দ্রের মতো রাজ্যসরকারগুলিও বিনামূল্যেই চালু করে।

English summary
Mann ki Baat , PM Modi says Second wave of Covid shaken India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X