For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ফের কবিতার লাইন পাঠ মোদীর! 'মন কী বাত'-এ শ্রীঅরবিন্দের স্মরণে প্রধানমন্ত্রীর দিলেন কোন ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

এযাবৎ কালে তাঁর বাংলায় টুইট ও বাংলা উচ্চারণে ভাষণ অনেকেই শুনেছেন। মহাষষ্ঠীর দিন কলকাতায় সল্টলেকের পুজো উদ্বোধেন মোদীর ভাষণে বাংলার উচ্চারণ রীতিমতো নজর কেড়েছে। অনেকেই বলছেন ২০২১ ভোট যতই এগিয়ে আসছে ততই 'বহিরাগত' তকমা থেকে শুরু করে 'বাংলার সংস্কৃতি' বিরুদ্ধ দলের আখ্যা ঘোচাতে বিজেপি জোরদার চেষ্টায় রয়েছে। এরপর এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে শ্রী অরবিন্দের স্মরণে মোদী দিলেন বড়সড় বার্তা।

শ্রী অরবিন্দকে স্মরণ মোদীর

শ্রী অরবিন্দকে স্মরণ মোদীর

শ্রী অরবিন্দের ৭০ তম মৃত্যুবার্ষীকি প্রসঙ্গে এদিন এই মণীষীর প্রতি শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন অরবিন্দ ঘোষের স্বদেশী আন্দোলনে অবদান থেকে শুরু করে দেশের উন্নয়নে শ্রী অরবিন্দের কথা স্মরণ করেন। আর সেই প্রসঙ্গেই উঠে আসে মোদীর বাংলা কবিতার লাইন।

 বাংলা কবিতা ও মোদী

বাংলা কবিতা ও মোদী

এদিন , প্রাক স্বাধীনতা যুগে অরবিন্দের স্বনির্ভরতার ডাককে কেন্দ্র করে বক্তব্য রাখেন মোদী। তিনি সেই প্রসঙ্গেই, ছুঁই সুতো পয়মন্ত আস তুঙ্গ হতে-র লাইন উচ্চারণ করেন। আর তার মানে ব্যাখ্যা করে জানান, একটা সময় সুতো থেকে দেশলাই কাঠি সমস্তই বিদেশ থেকে আসত। তারপর সেখান থেকে স্বনির্ভর ভারত গড়ার ডাক দেন স্বাধীনতা সংগ্রামীরা। যাঁদের মধ্যে অন্যতম নাম শ্রীঅরবিন্দ।

 মোদীর প্রকল্প ও বাংলা

মোদীর প্রকল্প ও বাংলা

এদিনের বার্তায় মোদী তাঁর 'আত্মনির্ভর ভারত' প্রকল্পের প্রসঙ্গ তোলেন অরবিন্দের ডাকে স্বনির্ভর ভারতের আলোচনাক্রমে। দুটি ক্ষেত্রেই দিশা যে একই লক্ষ্যে ছিল , তা বলতে ভোলেননি প্রধানমন্ত্রী। মোদী সরকারের এই প্রকল্পে দেশের কতটা সুবিধা হয়েছে সেই বক্তব্যের পাশাপাশি, ফের একবার বাঙালি মনস্তত্ত্ব টার্গেট করে মোদীর বাংলায় কবিতার লাইন উচ্চারণ নজর কাড়ে 'মন কী বাত' অনুষ্ঠানে। দুটি দিকেই আসন্ন ৪ রাজ্যের নির্বাচন তথা বাংলার নির্বাচন মোদীর টার্গেটে ছিল বলে অনেকের মত।

বিজেপি ও টার্গেট বাংলা!

বিজেপি ও টার্গেট বাংলা!

লোকসভা ভোটের প্রচারের সময় অমিত শাহের রোড শো ঘিরে কলকাতা বুক যেদিন রণক্ষেত্র হয়ে উঠে ছিল সেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘিরে তৃণমূলের নিশানায় বিজেপি থেকেছে। সেদিন থেকে শুরু করে বিরসা মুন্ডার মূর্তি ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধীরা। পাশাপাশি অবাঙালি বিজেপি নেতাদের বাংলায় প্রবেশ ঘিরে বার বার তৃণমূল বাঙালি সংস্কৃতি নিয়ে মোদী-শাহের দলকে খোঁচা দিয়েছে। বাঙালি-অবাঙালি ভোটব্যঙ্কও এতে বহুবার উস্কানি পেয়েছে। আর সেই জায়গা থেকে বাংলার মন জয় করতে বিজেপি একের পর এক নীতিতে এগিয়ে চলছে বাংলা সংস্কৃতি ইস্যু ঘিরে। এরপর এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে মোদীর বাংলা উচ্চারণও বিজেপির নীতির অন্যতম অঙ্গ কী না, তা নিয়ে রয়ে গেল জল্পনা।

<strong>শুভেন্দুর সভার আগে মমতা সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন! বড়সড় দাবি সৌমিত্রর </strong>শুভেন্দুর সভার আগে মমতা সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন! বড়সড় দাবি সৌমিত্রর

English summary
Mann ki Baat, Narendra Modi recites Bengali poem remembers Shri Aurobindo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X