For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের প্রথম 'মন কী বাত' অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিলেন প্রধানমন্ত্রী

বছরের প্রথম মন কী বাত অনুষ্ঠানে একগুচ্ছ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বছরের প্রথম মন কী বাত অনুষ্ঠানে একগুচ্ছ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছরের প্রথম 'মন কী বাত' অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিলেন প্রধানমন্ত্রী

  • দেশের নারী শক্তি জাগ্রত হচ্ছে ,দেশের বিভিন্ন ক্ষেত্রে তাঁরা এক একটি মহৎ কীর্তি রেখে চলেছেন। বলে জানান প্রধানমন্ত্রী।
  • মহিলাদের সম্মান করা আমাদের সংস্কৃতি ,বললেন মোদী।
  • কল্পনা চাওলার প্রসঙ্গ তুলে, তাঁর ভূয়সী প্রশংসা করেন মোদী।
  • কল্পনা চাওলা দেশের নারীশক্তিকে অনুপ্রাণিত করেছেন, বলে মন্তব্য করেন মোদী।
  • দেশের উন্নয়নে , সমাজ গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য, বলে জানান মোদী।
  • নারী শক্তি নিয়ে আলোচনার প্রেক্ষিতে মুম্বইয়ের মাতুঙ্গা রেলস্টেশনেরও ভূয়সী প্রশংসা করেন মোদী। উল্লোখ্য, এই স্টেশনটি মহিলা দ্বারা পরিচালিত।
  • ভারতীয় সমাজ সর্বদাই উন্নতি ও আধুনিকতা সম্পন্ন বলে বার্তা দেন প্রধানমন্ত্রী।
  • পণপ্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধে বিহারে 'হিইম্যান চেন' দেখিয়ে য়ে প্রতিবাদ হয়, তার কথাও তুলে ধরেন মোদী।
  • প্রধানমন্ত্রী বলেন দেশের পদ্ম সম্মানে তাঁদেরই ভূষিত করা হয়েছে, যাঁরা ছোট শহর থেকে এসে বড় শহরে সামাজিক পট পরিবর্তন করেছেন।
  • স্বচ্ছ ভারত নিয়েও বার্তা দেন মোদী।
English summary
Mann ki Baat: Kalpana Chawla has inspired all of us, says PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X