For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'লালকেল্লায় তেরঙ্গার অপমানে দুঃখিত গোটা দেশ', রাষ্ট্রপতির পর এবার জোরালো বার্তা মোদীর

- 'লালকেল্লায় তেরঙ্গার অপমানে দুঃখিত গোটা দেশ', রাষ্ট্রপতির পর এবার জোরালো বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

বাজেট অধিবেশেনের দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রসঙ্গ তোলেন ২৬ জানুয়ারি লালকেল্লায় জাতীয় পতাকার অপমানের প্রসঙ্গ তুলে চরম বার্তা দেন। এরপর ৩১ জানুয়ারি নরেন্দ্র মোদী 'মন কী বাত' অনুষ্ঠানে যোগ দিয়ে সাফ বার্তায় জানান, দেশ ২৬ জানুয়ারি তেরঙ্গার অপমানে দুঃখিত!

কৃষি আন্দোলন ও ২৬ জানুয়ারি

কৃষি আন্দোলন ও ২৬ জানুয়ারি

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় জাতীয় পতাকার অপমান করে সেখানে অন্য পাতাকা লাগাতে দেখা যায় কৃষক আন্দোলনের মাঝেই। সেদিন সকাল থেকেই কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি নিয়ে তুমুল উত্তাপ দেখা যায়। ঘটনায় ৩৮ টি কেস ও ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকার অপমান নিয়ে প্রবল ক্ষোভের সুর উঠে আসে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী।

 মোদীর বার্তা

মোদীর বার্তা

এদিন, 'মন কি বাত' অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকার অপমানে গোটা দেশ দুঃখিত হয়েছে। এরপরই তিনি বলেন, দেশের উন্নয়নে সকলের উচিত একযোগে দেশের উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যাওয়া।

 রাষ্ট্রপতির বার্তা

রাষ্ট্রপতির বার্তা

এদিকে, নরেন্দ্র মোদীর আগে বাজেট অধিবেশনে সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছিলেন , যেভাবে লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা হয়েছে তা দুর্ভাগ্যজনক। তিনি সেদিন সোচ্চার কণ্ঠে বলেন, সরকার সমস্ত রকমের আন্দোলনকে সম্মান করে। যে সংবিধান দেশের মানুষকে স্বাধীন মত প্রকাশের অধিকার দেয়, সেই সংবিধানই শেখায় আইন শৃঙ্খলা মেনে চলতে। এরপর এদিন মোদীর বার্তা নিঃসন্দেহে একটি বড় ঘটনা।

মোদীর বার্তা ক্রিকেট থেকে বাংলার পটশিল্পীদের নিয়ে

মোদীর বার্তা ক্রিকেট থেকে বাংলার পটশিল্পীদের নিয়ে

প্রসঙ্গত, এদিন মোদীর বক্তব্যে 'মন কি বাত' অনুষ্ঠানে উঠে আসে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রুদ্ধশ্বাস জয়ের বার্তা। সেখান থেকে দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করার বার্তা। এছাড়াও এদিন মোদী মেদিনীপুরের পটচিত্র শিল্পীদের আঁকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। সেখানে বাঁকুড়া, পুরুলিয়া , মেদিনীপুরের শিল্পীদের নিয়ে সরকারি উদ্যোগে 'ইনক্রেডিবল ইন্ডিয়া'র অনুষ্ঠানেরও প্রশংসা করেন মোদী। এদিন তাঁর ভাষণে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ থেকে দেশজুড়ে ভ্যাকসিনেশনের প্রসঙ্গও উঠে আসে।

মন কী বাত : বাজেটের আগে দেশজুড়ে কৃষক আন্দোলনের মাঝে মোদী কোন বার্তা দিলেন মন কী বাত : বাজেটের আগে দেশজুড়ে কৃষক আন্দোলনের মাঝে মোদী কোন বার্তা দিলেন

English summary
Mann ki Baat 31 january,Narendra Modi says India shocked of tiocolour insult in lalquilla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X