For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিলেন মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিং কোহলি

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিলেন মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিং কোহলি
অমৃতসর, ২৬ এপ্রিল : প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ভাই দলজিৎ সিং যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি দলে যোগ দেন।

অমৃতসরের ব্যবসায়ী দলজিৎ সিং কোহলি। এদিন অমৃতসর লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণ জেটলির সমর্থনে প্রচারে আসেন নরেন্দ্র মোদী। সেই সময়ই অমৃতসরের ওই জনসভায় নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই দলে যোগ দেন দলজিৎ।

এতদিনের নীরবতা ভেঙে সবে মনমোহন সিং বলেছিলেন দেশে কোনও মোদী লহর নেই। ঠিক তার এখদিন পরেই তাঁরই সৎভাই দলজিৎ বিজেপিতে যোগ দেওয়ায় স্বভাবতই বেশ খানিকটা অস্বস্তিতে প্রধানমন্ত্রী।

শুক্রবার অরুণ জেটলির হয়ে প্রচার বক্তৃতা দিচ্ছিলেন উপস্থিত নেতারা। আচমকা মঞ্চে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন দলজিৎ। এরপরই রহস্যোদ্ঘাটন করে মোদী নিজেই জানিয়ে দিলেন ডাঃ মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিং কোহলি বিজেপিতে যোগ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে হাত তালিতে ফেটে পড়ল সভা।

'কংগ্রেস প্রধানমন্ত্রীকে স্বাধীনভাবে কাজের ক্ষমতা দেয়নি বলেই দেশের এই দুরবস্থা'

দলজিতের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ওঁর বিজেপিতে যোগ দেওয়া নিঃসন্দেহেই দলের শক্তি বাড়াবে। আমি ওনাকে দলে স্বাগত জানাচ্ছি। আমি ওনাকে আশ্বাস দিচ্ছি। এই দল শুধুমাত্র সদস্যপদের জন্য নয়, এই দল সম্পর্কের বন্ধনে আপনাকে আবদ্ধ করবে।

প্রধানমন্ত্রীর রক্ষায় এদিন কথা শোনা গেল দলজিতের গলায়। একই সঙ্গে কংগ্রেসকে তুলোধনা করে তাঁর উত্তর, আমি তথ্য দিতে পারি যে আমার দাদা সর্দার মনমোহন সিং অত্যন্ত শ্রদ্ধেয় ও সৎ ব্যক্তি। দেশের জন্য তিনি প্রাণ ঢেলে সততা দিয়ে কাজ করেছেন। যদিও কংগ্রেস নেতৃত্ব তাঁকে কখনওই স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেয়নি এমনকী সরকারি কার্যকলাপেও হস্তক্ষেপ করেছে দল। আর সেই কারণেই দেশের এই দুরাবস্থা। পাঞ্জাব ও দেশের স্বার্থেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

দলজিতের কথায় মোদী সরকার দেশকে উন্নয়নের পথে, এগিয়ে চলার পথে নতুন দিশা দেখাবে। এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য নতুন দৃষ্টিভঙ্গি দেবে বলে জানান তিনি।

একই সঙ্গে অরুণ জেটলির সম৪থনে দলজিৎ বলেন, জেটলি গতিশীল, সৎ এবং দূরদর্শী। সেই কারণেই আমি ওকে সমর্থন জানিয়েছি। সরকারের ক্ষেত্রে উনি সম্পদ গণ্য হবেন বলেই আমার অনুমান। শুধু অমৃতসর নয়, গোটা পাঞ্জাবের জন্যই উনি কাজ করবেন।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী অফিসের একটি সূত্রের খবর, এই ঘটনায় মনমোহন সিংহের পরিবার হতবাক।

English summary
Manmohan Singh's stepbrother Daljit Singh Kohli joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X