For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী সরকার দুর্নীতিগ্রস্ত', মনমোহনের ১০ দফা আক্রমণে বিপাকে কেন্দ্র

এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশ নির্বাচনের আর সপ্তাখানেকও বাকী নেই। তার আগে এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। এদিন এক একটি ইস্যু ধরে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। দশ দফা সেই আক্রমণে ঠিক কোন কোন ইস্যুতে আলোকপাত করলেন মনমোহন, আসুন দেখে নেওয়া যাক।

পেট্রোপণ্যের দামবৃদ্ধি

পেট্রোপণ্যের দামবৃদ্ধি

পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে দারুণ বিপাকে সাধারণ মানুষ। গত কয়েকমাসে ব্যাপক হারে বেড়েছে জ্বালানির দাম। যা নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ শানালেন মনমোহন সিং।

রাফালে দুর্নীতি

রাফালে দুর্নীতি

রাফালে বিমান কেনা নিয়ে কেন্দ্র-বিরোধী সংঘাত চলছে। রাহুল গান্ধীর পথে হেঁটে নরেন্দ্র মোদী সরকারকে রাফালে মামলায় দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ মনমোহনের। বিরোধীরা যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাইলেও তাতে মোদী সরকার রাজি হয়নি।

নোটবন্দির দুর্দশা

নোটবন্দির দুর্দশা

নোট বাতিলের ঘটনায় গত দুই বছর ধরেই কেন্দ্রের মোদী সরকারকে বিঁধে আসছিলেন মনমোহন সিং। এই ঘটনা যে আমজনতার দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে তা ফের একবার মনে করিয়ে দিলেন তিনি।

জিএসটি

জিএসটি

নোট বাতিলের কয়েকমাস পরে চালু হওয়া পণ্য ও পরিষেবা কর নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন মনমোহন। জিএসটি বলবৎ করে ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়িয়েছে কেন্দ্র, এমনটাই মনে করছেন তিনি।

কালো টাকা

কালো টাকা

২০১৪ লোকসভা ভোটের আগে দেশে কালো টাকা ফিরিয়ে আনার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। তবে তিনি কালো টাকা ফেরাতে পারেননি। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, সেটাও পূরণ করতে পারেননি।

কর্মসংস্থান

কর্মসংস্থান

প্রতি বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। তবে পাঁচ বছরে তার কোনও প্রতিশ্রুতিই রাখতে পারেননি বলে এদিন তোপ দেগেছেন মনমোহন সিং।

দুর্নীতি

দুর্নীতি

কেন্দ্রে সরকারে আসার পরে বিজেপি একেরপর এক দুর্নীতি করেছে বলে মনমোহন অভিযোগ করেছেন। রাহুল গান্ধী যেমন সরাসরি প্রধানমন্ত্রীকে চোর বলতে ছাড়েননি, মনমোহন সরাসরি না বললেও ঘুরিয়ে মোদীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

কৃষকের ফসলের দাম

কৃষকের ফসলের দাম

সারা দেশে কৃষকদের দুর্দশা চলছে বলে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মনমোহন সিং। তাঁর কথায়, কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। ২০০৫-২০১৫ সালের মধ্যে মধ্যপ্রদেশেই ২ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন।

[আরও পড়ুন; 'সরকার গড়তে বিজেপি লাগবে না', ভোটের আগেই ঘোষণা মিজো ফ্রন্টের সভাপতির][আরও পড়ুন; 'সরকার গড়তে বিজেপি লাগবে না', ভোটের আগেই ঘোষণা মিজো ফ্রন্টের সভাপতির]

কেন্দ্রীয় সংস্থাতে হস্তক্ষেপ

কেন্দ্রীয় সংস্থাতে হস্তক্ষেপ

সিবিআই, ইডি সব বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কেন্দ্র নিয়ন্ত্রণ করছে বলে বিরোধীরা বহুদিন ধরে অভিযোগ তুলে আসছে। এদিন মনমোহনও একই অভিযোগ করলেন কেন্দ্রের বিরুদ্ধে।

[আরও পড়ুন; ভূস্বর্গে এবার মহাজোট! সরকার গড়তে হাত ধরাধরি করতে পারে তিনটি দল][আরও পড়ুন; ভূস্বর্গে এবার মহাজোট! সরকার গড়তে হাত ধরাধরি করতে পারে তিনটি দল]

মোদী সরকার দুর্নীতিগ্রস্ত

মোদী সরকার দুর্নীতিগ্রস্ত

মধ্যপ্রদেশের উদাহরণ টেনে মনমোহন আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। এই মধ্যপ্রদেশেই ব্যাপম দুর্নীতি হয়েছিল। সেখানে বিজেপি নেতারা দুর্নীতিতে জড়িয়েছিলেন। সবমিলিয়ে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রে সরকারে থেকে বিজেপি নানা দুর্নীতি করেছে ও তাকে প্রশ্রয় দিয়েছে বলে এদিন মনমোহন অভিযোগ তুলেছেন।

[আরও পড়ুন; পঞ্জাবে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল লাহোরে, মদত ছিল খলিস্তানপন্থীদেরও][আরও পড়ুন; পঞ্জাবে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল লাহোরে, মদত ছিল খলিস্তানপন্থীদেরও]

English summary
Manmohan Singh slams PM Modi govt on various issues including corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X