For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বর্তমান সরকারের হাতে সাংবিধানিক রীতিনীতি গুলি নিরাপদ নয়’ : মনমোহন সিং

‘বর্তমান সরকারের হাতে সাংবিধানিক রীতিনীতি গুলি নিরাপদ নয়’ : মনমোহন সিং

  • |
Google Oneindia Bengali News

তীব্র রাজনৈতিক টানাপড়েনের পর অবশেষে শনিবার এনসিপি-বিজেপি জোট সরকার গঠন হয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সরকার গঠন প্রসঙ্গে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রে গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করতে দেখা যায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। এবার এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।

‘বর্তমান সরকারের হাতে সাংবিধানিক রীতিনীতি গুলি নিরাপদ নয়’ : মনমোহন সিং


ইতিমধ্যেই বিজেপিক-এনসিপি জোট সরকারকে বুধবারের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রাজনৈতিক ডামাডোল চলাকালীন এবার দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপর আস্থা রাখার কথা বলে শোনা গেল মনমোহন সিংকে।

মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি ও শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে এদিন সংসদের অভ্যন্তরে আম্বেদকরের মূর্তির সামনে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শনের সময় সাংবাদিকদের সামনে এই মন্তব্য করতে দেখা যায় তাকে। মহারাষ্ট্রে বিজেপিকে 'অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “থিওরি কপচিয়ে নয়, বাস্তবিক অভিজ্ঞতার মাধ্যমেই আসল ঘটনা বিচার করা যায়। কেন্দ্র সরকার মহারাষ্ট্রে যে আচরণ করেছে তা থেকে এটা পরিষ্কার যে বর্তমান সরকারের হাতে সাংবিধানিক রীতিনীতি গুলি নিরাপদ নয়।”

অন্যদিকে ২৬শে নভেম্বর সংবিধান দিবস প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, “ভারতীয় সংবিধান আমাদের জন্য একটি পবিত্র পাঠ। এটি এমন একটি বই যা আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের ঐতিহ্য এবং বিশ্বাসের কথা বলে। যার মাধ্যমে আশু সমস্যাগুলির সমাধানেরও উপায় খুঁজে পাই।”

ভারতীয় সংবিধানকে যুগান্তকারী বলল রাষ্ট্রপুঞ্জভারতীয় সংবিধানকে যুগান্তকারী বলল রাষ্ট্রপুঞ্জ

English summary
manmohan singh says constitutional rites are not safe in the hands of the present government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X