For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোথায় গেল কালো টাকা!' মোদীকে এবার তেড়ে আক্রমণ মনমোহনের

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নোট বাতিল সহ একাধিক ইস্যুতে তেড়ে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নোট বাতিল, জিএসটি ও কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে তেড়ে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০১৬ সালের নভেম্বরে নোট বাতিলের ঘটনাকে সামনে রেখে মনমোহন বলেন, বিদেশ থেকে এদেশে কালো টাকা ফেরত আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা নিয়ে কোনও পদক্ষেপ করেনি মোদী সরকার।

কোথায় গেল কালো টাকা! মোদীকে এবার তেড়ে আক্রমণ মনমোহনের

তার উপরে জিএসটি-র মতো পদক্ষেপের ফলে বিভিন্ন সংস্থা মার খেয়েছে। ব্যবসা করার পরিস্থিতি নষ্ট হয়েছে। মেক ইন ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়ার মতো উদ্যোগ শিল্পের উন্নতিতে কোনও প্রভাব ফেলতে পারেনি। ছোট ও প্রান্তিক সংস্থাগুলি ব্যবসাযোগ্য পরিবেশের আনুকুল্য পায়নি। তার সঙ্গে নোট বাতিল ও জিএসটি খাড়ার ঘায়ের মতো ব্যবসায়ীদের মাথায় নেমে এসেছে।

[আরও পড়ুন:ভারতের মোহ কাটিয়ে চিনের দিকে ঝুঁকল নেপাল, ব্যবসা বাড়াতে নতুন কৌশল হিমালয়ের দেশের][আরও পড়ুন:ভারতের মোহ কাটিয়ে চিনের দিকে ঝুঁকল নেপাল, ব্যবসা বাড়াতে নতুন কৌশল হিমালয়ের দেশের]

এই সরকারের আমলে কত চাকরি তৈরি হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তথ্য দিয়েছেন তা প্রশ্নযোগ্য বলে মনমোহন দাবি করেছেন। কারণ মানুষ এই পরিসংখ্যানে সন্তুষ্ট নন বলে বিরোধীরা মনে করছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, ২০১৪ সালের আগে পড়শিদের সঙ্গে ভারতের সম্পর্ক এতটা খারাপ ছিল না। এখন একেবারে তলানিতে নেমে গিয়েছে। বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষায় স্বতন্ত্রতা, গণতান্ত্রিক পরিবেশ সবকিছুই এই সবকারের আমলে তলানিতে নেমে গিয়েছে বলে তিনি দাবি করেছেন।

[আরও পড়ুন:চারদিনে বাতিল ১৫৮টি ট্রেন! দুর্ভোগ বাড়িয়ে অবরোধে উত্তাল সোদপুর যেন রণক্ষেত্র][আরও পড়ুন:চারদিনে বাতিল ১৫৮টি ট্রেন! দুর্ভোগ বাড়িয়ে অবরোধে উত্তাল সোদপুর যেন রণক্ষেত্র]

শুধু তাই নয়, সামাজিক সুরক্ষা নিয়েও কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মনমোহন তোপ দেগে বলেছেন, মহিলা, দলিত ও সংখ্যালঘুরা এদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। আর সেই অবস্থা উত্তরোত্তর বাড়ছে।

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ কাণ্ডের জের! যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ কাণ্ডের জের! যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত]

English summary
Manmohan Singh's scathing attack on PM Modi over note ban, black money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X