For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভার সদস্যপদ শেষ মনমোহনের, দীর্ঘ ৩০ বছরের সংসদীয় জীবনের সমাপ্তি

অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টারের তকমা দিয়েছে তাঁকে বিজেপি।

Google Oneindia Bengali News

অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টারের তকমা দিয়েছে তাঁকে বিজেপি। প্রবল সমালোচনার মধ্যে থেকেও কখনও মেজাজ হারাননি। টানা ৩০ বছর সংসদীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মনমোহন সিং। অঘটন না ঘটলে হয়তো সেই যাত্রা আরও দীর্ঘ হত। অসমে কংগ্রেসের ভরাডুবিতে মনমোহনও হেরেছেন। আর অন্য কোনও জায়গা থেকে কংগ্রেস তাঁকে প্রার্থী হওয়ার সুযোগ করে দেয়নি। তাই গত ৩০ বছরের সংসদীয় রাজনীতিতে এই প্রথম এক প্রকার অবসর নিতে হচ্ছে তাঁকে। ১৪ জুলাই শেষ হয়ে যাচ্ছে মনমোহন সিংয়ের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ। এবার আর রাজ্যসভার অধিবেশনে বলতে দেখা যাবে না তাঁকে। ২০০৮ সাল থেকে টানা রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।

রাজ্যসভার সদস্যপদ শেষ মনমোহনের, দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের সমাপ্তি

মনমোহনের চলে যাওয়ায় এবার আরও বেশি করে শক্তি ক্ষয় হচ্ছে কংগ্রেসের। রাহুল নিজেই কোনও মতে লোকসভার সদস্য পদ টিকিয়ে রেখেছেন। কংগ্রেসের দলের অন্তর্কলহ ঘুন ধরার মতোই কাজ করেছে এবারের লোকসভা ভোটে। এই বিপুল বিপর্যয়ের ভার মাথায় নিয়েই বাদল অধিবেশনে লড়াই চালিয়ে যেতে হবে কংগ্রেসকে। অন্যদিকে, রাজ্যসভায় এবার শক্তি বৃদ্ধির লক্ষ্যে মরিয়া বিজেপি। যেভাবেই হোক নিজেদের সদস্য সংখ্যা বাড়াতে চায় তাঁরা।
মনমোহনের চলে যাওয়ায় তারা যে হাতে স্বর্গ পেয়েছে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। অসম থেকে এবার নিজেদের প্রার্থীকেই রাজ্যসভায় মনোনিত করতে চলেছে বিজেপি। মোট ৯ টি আসন রাজ্য সভায় খালি পড়ে রয়েছে। তারমধ্যে অসমের দুটি। ওড়িশার চারটি, তামিলনাডুর একটি, বিহার এবং গুজরাটের দুটি করে আসন।
তারপরেও একাধিক রাজ্য থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ রয়েছে। কিন্তু মনমোহনকে রাজ্যসভায় পাঠানোর কোনও উদ্যোগ এখনও কংগ্রেসের মধ্যে দেখা যায়নি। অথচ একটা সময়ে কংগ্রেসের হয়ে হাল ধরেছিলেন তিনিই ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৬ বছর তিনি দক্ষতার সঙ্গে বিরোধী দলনেতার কাজ করেছিলেন লোকসভায়। এমনকী দেশের অর্থনৈতিক বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। তারপরেও এই প্রবীণ নেতাকে আর সুযোগ দিতে চায় না কংগ্রেস।
English summary
Manmohan Singh's 30-year Rajya Sabha term ends
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X