For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীরের পর মনমোহনও, মার্কিন প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজ বয়কট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রথমে তিনি নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করলেও পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বয়টকের সিদ্ধান্ত নেন। এর আগে আমন্ত্রণ জানানো হয়েছিল গুলাম নবি আজাদ, অধীররঞ্জন চৌধুরী। তাঁরাও বয়কটের সিদ্ধান্ত নেন।

অধীরের পর মনমোহনও, ট্রাম্পের সম্মানে নৈশভোজ বয়কট

মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজের আসরে আমন্ত্রণ জানানো হয় মনমোহন সিং। আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের রাজ্যসভা ও লোকসভা দলনেতা যথাক্রমে গুলাম নবি আজাদ ও অধীর চৌধুরীকেও। তাঁরা যাবেন না বলে জানিয়ে দেন আগেই। এবার মনমোহন সিংও একই অবস্থান নিলেন।

এই নৈশভোজে দেশের বৃহত্তম ও সর্বপ্রাচীন দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সরে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরী। এবার মনমোহন সিং দেখালেন শারীরিক অসুস্থতার কারণ। মোট কথা কোনও কংগ্রেস সদস্যই উপস্থিত থাকছেন না ট্রাম্পের নৈশভোজে।

ট্রাম্পের ভারত সফরের সমালোচনায় প্রথম থেকেই সরব হয়েছে কংগ্রেস নেতারা। ভারতে ট্রাম্প বাজার ধরতে আসছে বলে কটাক্ষ করেছিলেন একাধিক কংগ্রেস নেতা। ট্রাম্পের সফরে ভারতের কোনও লাভ হবে না বলেও দাবি করেছিলেন তাঁরা। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি অভিযোগ করেছেন ভারতের মান আমেরিকায় অনেকটাই পড়ে গিয়েছে।

English summary
Manmohan Singh rejects invitation of President Dinner for Trump. He shows the cause of illness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X