For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রাজ্যসভার পথে মনমোহন সিং! ১৩ অগাস্ট জমা দিতে পারেন মনোনয়ন

ফের রাজ্যসভায় দেখা যেতে পারে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথাস প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। রাজস্থান থেকে তাঁকে রাজ্যসভায় পাঠানোর প্রচেষ্টা শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের রাজ্যসভায় দেখা যেতে পারে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথাস প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। রাজস্থান থেকে তাঁকে রাজ্যসভায় পাঠানোর প্রচেষ্টা শুরু হয়েছে। এবছরের জুনে
তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর আগে তিনি অসম থেকে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করতেন। ১৩ অগাস্ট তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

ফের রাজ্যসভার পথে মনমোহন সিং! ১৩ অগাস্ট জমা দিতে পারেন মনোনয়ন

কংগ্রেস সূত্রে খবর, রাজস্থান থেকে রাজ্যসভার উপনির্বাচনে মনমোহন সিংকে দাঁড় করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি মদনলাল সাইনির মৃত্যুর
কারণে ২৪ জুন থেকে আসনটি ফাঁকা হয়েছে। গতবছর তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, রাজস্থান বিধানসভায় কংগ্রেস এবং সমর্থনকারী বহুজন সমাজপার্টি এবং কয়েকজন নির্দল বিধায়কের সংখ্যা বিজেপির মোট সংখ্যা থেকে বেশি হওয়ায় মনমোহন সিং-এর জিততে কোনও অসুবিধা হবে না বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান। ১৯৯১ থেকে ২০১৯-এর মধ্যে মনমোহন সিং অসম থেকে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই রাজস্থান থেকে রাজ্যসভায় ফাঁকা আসন নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। ১৪ অগাস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন হবে ২৬ অগাস্ট। সেইদিনই ফল ঘোষণা করা হবে।

English summary
Manmohan Singh may returns to Rajya Sabha from Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X