For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের দেওয়া আসনে লড়তে চান না মনমোহন সিং, স্পষ্ট জানালেন মনের কথা

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পঞ্জাব থেকে দাঁড় করাতে দলীয় নেতৃত্বের কাছে আবদার করেছে রাজ্য নেতৃত্ব। তবে মনমোহন সিং নিজে পঞ্জাব থেকে লড়তে চান না।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পঞ্জাব থেকে দাঁড় করাতে দলীয় নেতৃত্বের কাছে আবদার করেছে রাজ্য নেতৃত্ব। তবে মনমোহন সিং নিজে পঞ্জাব থেকে লড়তে চান না। অমৃতসর থেকে তিনি লোকসভা ভোটে দাঁড়ান, এই আবদার এসেছিল, তবে তা পত্রপাট তিনি ফিরিয়ে দিয়েছেন।

কংগ্রেসের দেওয়া আসনে লড়তে চান না মনমোহন সিং

পঞ্জাব কংগ্রেসের তরফে জানানো হয়, পঞ্জাবিরা উচ্ছ্বসিত হবে যদি অমৃতসর থেকে তিনি লড়াই করেন। তবে ৮৬ বছরের মনমোহন তাতে ইতিবাচক সাড়া দেননি।

এই অবশ্য প্রথম নয় যে মনমোহন সিং অমৃতসর থেকে লড়ার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। এর আগে ২০০৯ সালেও এই একই অফার তিনি ফিরিয়ে দেন।

২০১৪ সালে অমৃতসর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিজেপির টিকিটে দাঁড়িয়ে হেরে যান। জেটলিকে পরাস্ত করেছিলেন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

মনমোহন সিং ১৯৯১ সাল থেকে রাজ্যসভার সদস্য। অসম থেকে নির্বাচিত তিনি। তিনি কোনওদিন লোকসভা নির্বাচনে জেতেননি। ১৯৯৯ সালে দক্ষিণ দিল্লি থেকে দাঁড়িয়ে বিজেপির ভিকে মালহোত্রার কাছে হেরে যান মনমোহন সিং। তাঁর রাজ্যসভার সদস্যপদ ১৪ জুন শেষ হচ্ছে।

এদিকে রাজ্যসভা নির্বাচনে অসমে কংগ্রেসের সেই ক্ষমতা নেই যে মনমোহন সিংকে জিতিয়ে আনবে। সেক্ষেত্রে এআইইউডিএফ-এর সাহায্য কংগ্রেসের প্রয়োজন হবে মনমোহনকে জেতানোর জন্য। তবে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে মনমোহন সিং যদি প্রথমবার জিততে পারেন তাহলে আর রাজ্যসভার সাংসদ হয়ে সংসদে যেতে হবে না।

English summary
Manmohan Singh did not agree with Congress to contest from Amritsar, Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X