For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত মাতা কি জয়' স্লোগানের অপব্যবহার হচ্ছে , জাতীয়দাবাদ নিয়ে কিসের ইঙ্গিত মনমোহন সিংয়ের

'ভারত মাতা কি আজাদি'- স্লোগানের অপব্যবহার হচ্ছে ভারতে। জতীয়তাবাদের নামে চরমপন্থী মানসিকতা জাগিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Google Oneindia Bengali News

'ভারত মাতা কি আজাদি'- স্লোগানের অপব্যবহার হচ্ছে ভারতে। জতীয়তাবাদের নামে চরমপন্থী মানসিকতা জাগিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একটি বই প্রকাশ অনুষ্ঠানে সরাসরি বিজেপিকে আক্রমণ করে এমনই অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

এই ভারতের ছবি দেখেননি নেহরু

এই ভারতের ছবি দেখেননি নেহরু

দেশ যখন চরম সংকটে তখন তাকে সঠিক পথে পরিচালনা করেছেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কোন পথে চললে দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকবে সেদিকে নিয়ে গিয়েছেন তিনি। এমনই দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়ও দেশে জাতীয়তাবাদ ছিল। তবে আজ জাতীয়দাবেদ যে অর্থ বিজেপি সরকার তৈরি করেছেন সেটা ছিল না। এই জাতীয়বাদে তৈরি করতে চাননি দেশের প্রধানমন্ত্রী।

জাতীয়তাবাদের নামে চরমপন্থী মানসিকতা

জাতীয়তাবাদের নামে চরমপন্থী মানসিকতা

বিজেপি সরকারের প্রকাশ্যে সমালোচনা করে মনমোহন সিং বলেছেন, দেশে এখন জাতীয়বাদের নামে যা চলছে তা এক চরমপন্থী মানসিকতা তৈরি করেছে। 'ভারত মাতা কি জয়' স্লোগানের অর্থ এখন অন্য হয়ে দাঁড়িয়েছে। এমনই অভিযোগ করেছেন মনমোহন সিং। অথচ ভারত মাতার একটা অন্য ছবি তৈরি করেছিলেন নেহরু। বিজেপি সেই ছবি বিকৃত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জাতিয়তাবাদ বিকৃত হচ্ছে

জাতিয়তাবাদ বিকৃত হচ্ছে

জাতীয়বাদের ভাবনাকে বিকৃত করছে বিজেপি। ভারত মাতা কি জয় স্লোগানকে রাজনীতির রং দেওয়া হয়েছে। এই স্লোগান নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধের ভাবনাকে বিকৃত করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন মনমোহন সিং। মোদী সরকার যে মেরুকরণের রাজনীতি শুরু করেছেন তাঁর নিন্দায় প্রকাশ্যে সরব হয়েছেন মনমোহন সিং।

English summary
Manmohan singh claim, Bharat Mata Ki Jai slogan is missused in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X