For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফাঁকা প্রতিশ্রুতি'-র প্রসঙ্গ তুলে মোদীকে তোপ মনমোহনের, কংগ্রেসের প্লেনারি সেশন-এ উত্তপ্ত ভাষণ

ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে একহাত নিলেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে একহাত নিলেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের আর্থিক অবস্থা সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে নিশানায় রেখে কার্যত একের পর এক তোপ দাগেন মনোমহন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতার অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় ভোট পেতে একাদিক ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।

ফাঁকা প্রতিশ্রুতি-র প্রসঙ্গ তুলে মোদীকে তোপ মনমোহনের, কংগ্রেসের প্লেনারি সেশন-এ উত্তপ্ত ভাষণ

সমালোচনার সুর বেঁধে এদিন কংগ্রেসের প্লেনারি সেশনের শেষ দিনে , মনমোহন সিং বলেন, নির্বাচনী প্রচারের সময় মোদী বলেছিলেন ২ কোটি যুবককে চাকরি দেবে, কিন্তু এখনএ পর্যন্ত ২ লাখ বেকারকেই চাকরি দিতে পারেননি। এছাডা়ও মোদী সরকারের নোটবাতিল, জিএসটি নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন মনো মোহন সিং। মনমোহনের দাবি, এই সমস্ত নীতিই দেশে কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে ছোট ও মধ্যম শিল্পগুলিতে। অসংগঠিত ক্ষেত্রেও এই নীতির প্রভাব পড়েছে। পাশাপাশি মনমোহন সিং দাবি করেন, মোদী প্রতিশ্রুতি দিয়েছিলে ন য়ে চাষিদের আয় ৬ বছরে ১২ শতাংশ বাড়িয়ে দেবেন। কিন্তু বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি , তা করতে গেলে ১২ শতাংশ বৃদ্ধি দরকরা প্রতি আর্থিক বছরে, যা অসম্ভব।

শুধু আর্থ সামজিক দিক নয়, মোদী সরকারের প্রতিরক্ষা বিষয়ক দিককেও কার্যত তুলোধনা করেন মনমোহন সিং। জম্মু ও কাশ্মীর সীমান্তে ক্রমেই বেড়ে চলা হিংসা প্রসঙ্গে মোদী সরকারের পাক-নীতি কে কাঠগড়ায় দাঁড় করান তিনি। সবমিবলিয়ে কংগ্রেসের প্লেনারি সেশনের শেষ দিনে যুক্তির পর যুক্তি সাজিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পদ্ম শিবিরের প্রতি তোপ দাগেন মনমোহন সিং।

English summary
Manmohan Singh attacks Narendra Modi in Congress plenary speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X