For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী হিসাবে শেষ বক্তব্য রাখলেন মনমোহন সিং, বললেন আমার জীবন খোলা বইয়ের মতো

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী হিসাবে শেষ বক্তব্য রাখলেন মনমোহন সিং, বললেন আমার জীবন খোলা বইয়ের মতো
নয়াদিল্লি, ১৭ মে : জাতির উদ্দেশ্যে নিজের বিদায়ী ভাষণে নিজেকে খোলা বইয়ের মতো স্বচ্ছ বলে গেলেন বিদায়ী প্রধানমন্ত্রী মোনমোহন সিং। ১০ বছরের প্রধানমন্ত্রী জীবনে ভালটুকু দেওয়ার জন্য নিজের যথাসাধ্য চেষ্টা করেছেন বলেও জানালেন মনমোহন সিং।

দূরদর্শনের মাধ্যমে নিজের বিদায়ী ভাষণে মনমোহন সিং বলেন, লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন। আমাদের সকলের উচিত জনতার রায়কে সম্মান জানানো। একই সঙ্গে তিনি নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আগামী সরকার বহু সাফল্য পাক এই কামনাই করি।

আগামী সরকারকে শুভেচ্ছা জানালেও বিদায়ী সরকারও যে নিজস্ব শাসনকালে বেশ কিছু সাফল্য অর্জন করেছেন তা জানাতে দিয়ে মনমোহন বলেন, বিগত ১০ বছরের সময়কালে ভারত অনেক সাফল্য দেখেছে যার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। গত এক দশকে ভারত যে অনেকটা শক্তিশালী হয়েছে তাও এদিন জানান মনমোহন। দশ বছর আগে যে ভারত ছিল তার থেকে এখনকার ভারত অনেক বেশি মজবুত বলে মন্তব্য করেন মনমোহন।

যদিও এখনও যে ভারতের উন্নয়ন ও বিকাশের অবকাশ রয়েছে সে বিষয়ে সম্মতি প্রকাশ করে মনমোহন। এবং তার জন্য সবাইকে একজোট হয়ে কঠিন লড়াই করতে হবে বলে জানান তিনি। আজই শেষবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মনমোহন সিং। এদিন মনমোহন সিং বলেন, আজ থেকে ১০ বছর আগে যখন আমায় প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার তখন একমাত্র অস্ত্র ছিল আমার অধ্যাবসায়, সততা। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, যাতে সবসময় সঠিক কাজটা যেন করতে পারি।

আমার কর্মজীবনে আমি সবসসময়ই খোলা বইয়ের মতো ছিলাম। যাকে সবাই পড়তে পারত। নিজের বিদায়ী ভাষণে একথাই জানিয়ে গেলেন মনমোহন সিং। লোকসভা নির্বাচনের ফলে আমাদের লোকতান্ত্রিক ব্যবস্থার গোড়া মজবুত হয়েছে। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমাদের দেশ দুনিয়ার পরিবর্তনশীল আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তিরূপে প্রতিষ্ঠিত হবে। উল্লেখ্য আজ, রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র জমা দিলেন মনমোহন সিং।

English summary
Manmohan Singh address people today for the last time as Prime Minister of India,says his tenure is open book
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X