For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্বস্তিতে আপ সরকার, আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে মনীশ সিসোডিয়াকে তলব সিবিআইয়ের

অস্বস্তিতে আপ সরকার, আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে মনীশ সিসোডিয়াকে তলব সিবিআইয়ের

Google Oneindia Bengali News

আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতি মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আপ বিধায়ক মনীশ সিসোডিয়াকে তলব পাঠাল সিবিআই। সিসোডিয়াকে সোমবার ১৬ অক্টোবর বেলা ১১টা নাগাদ সিবিআই অফিসে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। এর আগে সিবিআই মনীশ সিসোডিয়ার বাড়ি ও ব্যাঙ্কের লকারে তল্লাশি চালিয়েছিল।

টুইটে কী বললেন মনীশ সিসোডিয়া

টুইটে কী বললেন মনীশ সিসোডিয়া

রবিবার মনীশ সিসোডিয়া টুইট করে লেখেন, 'আমার বাড়িতে সিবিআই ১৪ ঘণ্টা অভিযান চালিয়েছে। কিছু পাওয়া যায়নি। তারা আমার ব্যাঙ্কের লকারে তল্লাশি চালিয়েছে কিছুই খুঁজে পায়নি। তারা আমার গ্রামেও তল্লাশি চালিয়েছিল, কিছু খুঁজে পাওয়া যানি। এখন তারা আগামীকাল সিবিআই-য়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে। আমি সেখানে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দেব। সত্যমেব জয়তে।'

মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে অভিযোগ

মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে অভিযোগ

দিল্লিতে আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ নিয়ে আসা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে। জুলাই মাসে লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। তারপর থেকেই অস্থিরতা শুরু হয়েছে। সিবিআই আগে মনীশ সিসোডিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে। পাশাপাশি মনীশ সিসোডিয়ার ব্যাঙ্ক লকারেও তল্লাশি চালিয়েছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আপ।

পাল্টা দিল্লির উপমুখ্যমন্ত্রীর অভিযোগ

পাল্টা দিল্লির উপমুখ্যমন্ত্রীর অভিযোগ

একটি সাংবাদিক সম্মেলনে মনীশ সিসোডিয়া অভিযোগ করেছেন, বিজেপি তাঁর ওপর চাপ প্রয়োগ করছে। বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তাঁকে বিজেপি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে বলেও অভিযোগ করেন মনীশ সিসোডিয়া। তবে বিজেপি থেকে কে তাঁর সঙ্গে সরাসর যোগ করেছেন, এই বিষয়ে কোনও নাম তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, যিনি শুভেন্দু অধিকারির মতো নেতাদের বিজেপিতে যোগদানে উৎসাহ যুগিয়েছেন সেই তিনি এই কাজ করছেন। বিজেপি সম্প্রতি মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, যদিও ভিডিও ফুটেজ সত্যি হয়, বিজেপি তাহলে সিবিআইয়ের কাছে যাক। সিবিআই যদি আমাকে আগামী দুই দিনের মধ্যে ডাকে, সেক্ষেত্রে বোঝা যাবে ভিডিও ফুটেজ সত্যি। আর যদি না ডাকে, তা হলে বুঝতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিজেপি আপের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। দুদিনের মধ্যে অবশ্য সিবিআই তলব করেনি। কিন্তু অবশেষে সিবিআই তলব করেছে।

আপের প্রতিক্রিয়া

আপের প্রতিক্রিয়া

মনীশ সিসোডিয়ার বাড়ি ও ব্যাঙ্কের লকারে সিবিআইয়ের তল্লাশির তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, গুজরাত নির্বাচনে বিজেপি হারের ভয় পেতে শুরু করেছে। সেই কারণে আপের ওপর চাপ বাড়াতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিচ্ছে। সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তল্লাশি চালাচ্ছে। দিল্লি তিনি আপ সরকারের পতন চাইছেন। আপ বিধায়কদের বিজেপি কিনে নেওয়ার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেছেন।

আরও বিপদে উদ্ধবের শিবসেনা, বালা সাহেবের নাতি নামছেন শিন্ডের দলের নির্বাচনী প্রচারে আরও বিপদে উদ্ধবের শিবসেনা, বালা সাহেবের নাতি নামছেন শিন্ডের দলের নির্বাচনী প্রচারে

English summary
Delhi Vice Chief Minister Manish Sisodia is summoned by CBI on Delhi liquor scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X