For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা-মুক্ত হল ভারতের একটি রাজ্য! লকডাউনে বড় ঘোষণা

করোনা-মুক্ত হল ভারতের একটি রাজ্য! লকডাউনে বড় খবর

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই লাফিয়ে বাড়ছে। ১৭ হাজার ছাড়িয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ৫০০ এর গণ্ডি। এমন পরিস্থিতিতে ভারতের উত্তরপূর্ব অংশ থেকে এলো সুখবর।

করোনা-মুক্ত উত্তরপূর্বের কোন রাজ্য?

করোনা-মুক্ত উত্তরপূর্বের কোন রাজ্য?

করোনার হাত থেকে মুক্তি পেল উত্তরপূ্র্ব ভারতের মনিপুর। সেরাজ্যে প্রবল কঠোরতার সঙ্গে প্রশাসন লকডাউন পালনে ব্রতী ছিল বলে খবর। আর এদিন মনিপুরের তরফে জানানো হয়েছে যে উত্তরপূর্বের এই রাজ্যে আপাতত কোভিড ১৯ মুক্ত।

 লকডাউনে কোন কোন বিষয়ে 'ছাড়' ?

লকডাউনে কোন কোন বিষয়ে 'ছাড়' ?

করোনা মুক্ত হওয়ায় এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় মনিপুর। সেরাজ্যে গ্রামাঞ্চলে একাধিক ক্ষেত্রে লকডাউনের কড়াকড়ি খানিকটা তোলা হবে বলে খবর।

 ২ জন আক্রান্ত সুস্থ

২ জন আক্রান্ত সুস্থ

করোনার জেরে মনিপুরে ২ জন আক্রান্ত হয়েছিলেন।একজন ২৩ বছরের পড়ুয়া ও আরেকজন ৬৩ বছরের ব্যক্তি। এই ২ রোগীকেই চিকিৎসকদের তৎপরতায় সুস্থ করে তোলা গিয়েছে। আর তার জেরেই আপাতত কোভিড ১৯ মুক্ত হল মনিপুর।

 লকডাউন ঘিরে পদক্ষেপ

লকডাউন ঘিরে পদক্ষেপ

লকডাউন অমান্য করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা আগেই করেছিল প্রশাসন। আর সেই তথ্যকে সামনে রেখে মনিপুরে লকডাউনে ব্যাপক সাফল্য পয়েছে পুলিশ। যার জেরে সেরাজ্যে সফল লকডাউন হয়েছে বলে প্রশাসনের দাবি।

 উত্তরপূর্বের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি!

উত্তরপূর্বের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি!

গবেষণা বলেছে, ভারতের উত্তরপূর্বের মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই চানের কাছাকাছি এই এলাকা হলেও, এখানে সেভাবে বড়সড় প্রভাব পড়েনি কোভিড ১৯ এর। উল্লেখ্য, মনিপুরে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে গিয়েছিল একবার। তারপর থেকে চিকিৎসকরা জ্বরের সংক্রমণ দেখলেই বেশির ভাগ ক্ষেত্রে হাইড্রোঅক্সিক্লোরোকুইন প্রেসক্রাইব করেন। যার জেরে এই রাজ্যের মানুষের মধ্যে রোগ প্রতিরধ ক্ষমতা করোনার আবহে বেশি বলে মনে করা হচ্ছে।

English summary
Manipur free of COVID-19, lockdown relaxed in rural areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X