For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Manipur Assembly Election Result 2022: মণিপুরে গেরুয়া দাপটে ছন্নছাড়া বিরোধীরা, মুখ্যমন্ত্রী বীরেনের বিরাট জয়

  • |
Google Oneindia Bengali News

মণিপুর বিধানসভাটি নিজেদের দখলে রাখার দিকেই এগোচ্ছে বিজেপি। ৬০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১। গণনার ফল যা জানা যাচ্ছে, তাতে এককভাবেই এই ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। সর্বশেষ পাওয়া খবরে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং প্রায় ১৮ হাজার ভোটে জয়লাভ করেছেন।

মণিপুরে গেরুয়া দাপটে ছন্নছাড়া বিরোধীরা

২০১৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল ২৮টি আসন, বিজেপি ২১টি। পরে বিজেপি এনপিপি, এনপিএফ ও এলজেপিকে নিয়ে সরকার গড়তে সমর্থ হয়েছিল। এবারের বিধানসভা ভোটে বিজেপি এককভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নেয় মণিপুরে। ৬০টি আসনেই প্রার্থী দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মণিপুরে বিজেপি ৩১টি, কংগ্রেস ৭টি ও অন্যান্যরা ২২ আসনে এগিয়ে রয়েছে।

কংগ্রেস সিপিআই, সিপিআই(এম), ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও জনতা দল (সেক্যুলার)-কে নিয়ে জোট গড়ে ভোটে লড়তে নেমেছিল। কিন্তু এই জোটের ভরাডুবি হয়েছে। মণিপুরে দুই দফায় ভোট হয়েছিল যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ। পোল অব এগজিট পোলসেই দেখা গিয়েছিল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হয়েই এবার সরকার গঠন করবে। গণনা যেভাবে এগোচ্ছে তাতে তেমনই ইঙ্গিত মিলছে।

বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হেইনগাং বিধানসভা আসন থেকে প্রায় ১৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বলে সর্বশেষ খবরে জানা গিয়েছে। তিনিই ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তিনি হারিয়েছেন কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী পি শরৎচন্দ্রকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিএসপি নেতা ও ইবোবি সিং বিজেপির এল বসন্ত সিংয়ের বিরুদ্ধে থৌবাল আসনে ৪৭২ ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

English summary
Assembly Election Results 2022 In Five States. BJP Set To Retain Manipur, N Biren Singh Wins By Huge Margin.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X