For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার, অনুষ্ঠানে শেষে হাজির বিজেপির বিদ্রোহীরা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার, অনুষ্ঠানে শেষে হাজির বিজেপির বিদ্রোহীরা

Google Oneindia Bengali News

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানকি সাহা। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পরদিনই নতুন মুখ্যমন্ত্রী পেয়ে গেল ত্রিপুরা। রবিবার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের সময় হাজির ছিলেন না উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন ও বিদ্রোহী মন্ত্রী রামপ্রসাদ পাল। তাঁরা অনুষ্ঠানে শেষে হাজির হন। ফলে শপথ অনুষ্ঠানে কাঁটা রয়েই গেল। বিজেপির দাবি, সমস্যা মিটে গিয়েছে। কোনও বিদ্রোহ নেই।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার, অনুষ্ঠানে শেষে হাজির বিজেপির বিদ্রোহীরা

শনিবার হঠাৎ করেই ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ইস্তফা দেন। তিনি নিজেই রাজ্যপালকে লেখা এক লাইনের চিঠিতে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন। পরে সাংবাদিকদের প্রশ্নেকর উত্তরে তিনি জানান, ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে তাঁকে কাজে লাগাতে চাইছে দল। তাই এই সিদ্ধান্ত। তাঁর মতে সংগঠন আগে, তারপরে ক্ষমতা। সংগঠন না থাকলে ক্ষমতা দখল সম্ভব নয়।

রাজনৈতিক মহল মনে করছে, এটা কৌশলী সিদ্ধান্ত বিজেপির। সেই কারণেই মেয়াদ ফুরনোর ১০ মাস আগে মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে ত্রিপুরায়। প্রায় সঙ্গে সঙ্গে বেছে নেওয়া হয়েছে নতুন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় মানিক সাহাকে। তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বাছা। হয়। যদিও তিনি বিধায়ক নন। তিনি রাজ্যসভার সাংসদ এবং রাজ্য সভাপতি ছিলেন।

মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়ার পর শুরু হয় বিক্ষোভ। বিদ্রোহীদের অভিযোগ, বিজেপির পরিষদীয় দলকে অন্ধকারে রেখেই বেছে নেওয়া হয় মানিক সাহাকে। এর ফলে বিদ্রোহ দানা বাঁধে। বিজেপিতে বিদ্রোহের জেরে স্পষ্ট হয় বিভাজন। বিজেপিতে ভাঙন জল্পনা উসকে দেন বিদ্রোহী মন্ত্রী-বিধায়করাই। এদিন শপথ গ্রহণের সময়ও তাঁরা গরহাজির ছিলেন।

রাজ্যপাল শপথ গ্রহণ করান নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। ত্রিপুরার মুখ্যমন্কত্রী হিসেবে মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই সেখানে প্রবেশ করেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং বিদ্রোহী মন্ত্রী রামপ্রসাদ পাল। তাঁদের এই গরহাজিরা এবং অনুষ্ঠান শেষে প্রবেশ করা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে নতুন করে।

এরপরে নতুন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল হবে। সেই রদবদলে কারা থাকেন, আর কার ঘাড়ে কোপ পড়ে এখন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিদ্রোহীরা এবার মানিক সাহার মন্ত্রিসভায় থাকেন নাকি তাঁদের বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা নেয় তা বলবে ভবিষ্যৎ। একইসঙ্গে প্রশ্ন, বিদ্রোহীরা সক্রিয় হলে সরকারের কোনও সমস্যা তৈরি হবে না তো। ফলে অনিশ্চয়তার ঘেরাটোপ রয়েই যাচ্ছে ত্রিপুরা।

English summary
Manik Shah takes oath as Chief Minister of Tripura insted of Biplab Dev before 2023 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X