For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় সিপিএম-এর কর্মসূচিতে বাধা! 'রাজনীতি'-র সাফাই বিজেপির

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ত্রিপুরা পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ধলাই জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় থেকে তাঁকে বাধা দেওয়ায় অভিযুক্ত বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ত্রিপুরা পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ধলাই জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় থেকে তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই মুহূর্তে ত্রিপুরায় বিরোধী দলনেতার পদে রয়েছেন মানিক সরকার।

ত্রিপুরায় সিপিএম-এর কর্মসূচিতে বাধা! রাজনীতি-র সাফাই বিজেপির

সোমবার ত্রিপুরার ধলাই জেলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়েছিলেন মানিক সরকার। তাঁর সঙ্গে ছিলেন, বিধানসভায় সিপিএম-এর চিফ হুইপ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী এবং বিধায়ক প্রভাত চৌধুরী। অনাহার, গ্রামীন চাকরির অভাব-সহ বেশ কিছু অভিযোগ ওঠায় ধলাই গিয়েছিলেন তাঁরা।

ধলাই জেলার পুলিশ প্রধান সুদীপ্ত দাস জানিয়েছেন, গণ্ডাছড়া ও কিছু জায়গায় সফরের কারণে মানিক সরকার ও অন্য নেতাদের জন্য প্রচুর সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। সোমবারের মতো মঙ্গলবারেও মানিক সরকার ও তাঁর সঙ্গে যাওয়া নেতাদের বিরুদ্ধে স্লোগান দেয়।

ত্রিপুরায় সিপিএম-এর কর্মসূচিতে বাধা! রাজনীতি-র সাফাই বিজেপির

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সফরসঙ্গী হওয়া এক সিপিএম নেতা জানিয়েছেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় যাওয়ায় শাসকদল বিজেপি ও জোট সঙ্গী আইপিএফটি কর্মীরা সফরকারী দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।

লোকসভায় সিপিএম-এর চিফ হুইপ সোমবার ফোনে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে। সিপিএম-এর তরফে জানানো হয়েছে, বিজেপি-আইপিএফটি কর্মীরা অগণতান্ত্রিক উপায়ে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় খাবার ও অন্য ন্যুনতম চাহিদার জিনিসের অভাব রয়েছে। সেই পরিস্থিতির পর্যবেক্ষণে গিয়েছিলেন তাঁরা।

সিপিএম-এর তরফে অভিযোগ করে বলা হয়েছে, এরই মধ্যে খেতে না পেয়ে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে। শয়ে শয়ে মানুষ পার্শ্ববর্তী বাংলাদেশে চলে যাচ্ছেন। এমজিএআরইজিএ-এর অধীনে গ্রামীণ কাজের সুযোগ প্রায় বন্ধ। রাজ্যের বিজেপি সরকার বিষয়টি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে সিপিএম।

যদিও বিজেপির তরফে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফরে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছে।

বিজেপির মুখপত্র মৃণালকান্তি দেব বলেছেন, সিপিএম নেতৃত্বাধীন বাম সরকারের শাসনকালে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন বাম নেতাদের মুখ দেখেনি। সেই জন্যই সাধারণ মানুষ তাদের রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।

English summary
Manik Sarkar's security increased as he faces 'obstruction' by the ruling BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X