For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে ঢুকবে মঙ্গলযান, ইতিহাসের অপেক্ষা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মঙ্গল
শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), ২৯ অগস্ট: আর ঠিক ২৬ দিন। মঙ্গল গ্রহের কক্ষপথে ঢুকে পড়বে ভারতের মঙ্গলযান। মহাকাশ গবেষণার ইতিহাসে তৈরি হবে নতুন দিগন্ত।

২০১৩ সালের ৫ নভেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষিপ্ত হয়েছিল মঙ্গলযান। তার পর প্রতিটা মুহূর্ত কেটে উৎকণ্ঠায়। এখন মঙ্গলের কাছাকাছি তা পৌঁছে যাওয়ায় স্বস্তিতে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ২৪ সেপ্টেম্বর যখন মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে মঙ্গলযান, তখন তাই আনন্দের সীমা থাকবে না বিজ্ঞানীদের।

মঙ্গলযান যেদিন মঙ্গলের কক্ষপথে ঢুকবে, তার কিছুদিন পরই যাবে নাসার তৈরি মাভেন। কিন্তু মাভেন তৈরি করতে আমেরিকার সময় লেগেছে পাঁচ বছর। সেখানে দেড় বছরে তৈরি হয়েছে মঙ্গলযান। খরচও হয়েছে নাসার থেকে কম। তাই এ দেশের বিজ্ঞানীরা উৎফুল্ল। মঙ্গলযান সফল হলে পরবর্তী সময়ে লাল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করবে ভারত!

মঙ্গলের আবহাওয়া সম্পর্কে অনুসন্ধান চালানো ছাড়াও সেখানে জলের খোঁজ চালাবে মঙ্গলযান। সেই তথ্যে বলীয়ান হয়ে ভবিষ্যতে বৃহস্পতি গ্রহেও অনুরূপ মিশন পাঠানো যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের।

English summary
Mangalyaan to enter Mars orbit on September 24
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X