For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আইন হাতে তুলে নেওয়া উচিত নয়',এনকাউন্টার ইস্যুতে মমতা-মানেকার একই সুর

হায়দরাবাদে ২৬ বছরের তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও তার পর তাঁকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘিরে গোটা দেশে সমালোচনার মুখে পড়ে। এরপর থেকেই চরম তৎপরতার সঙ্গে অভিযুক্তদের খোঁজ করে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদে ২৬ বছরের তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও তার পর তাঁকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘিরে গোটা দেশে সমালোচনার মুখে পড়ে। এরপর থেকেই চরম তৎপরতার সঙ্গে অভিযুক্তদের খোঁজ করে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন সাকলে পুলিশ হেফাজত থেকে সেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে, তাদের এনকাউন্টার করা হয়। আর সেই ঘটনা নিয়ে এদিন প্রতিক্রিয়া দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপি সাংসদ মানেকা গান্ধী।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া

এদিন কলকাতায় এক সভা থেকে তেলাঙ্গানা এনকাউন্টার প্রসঙ্গে নাম না করে মমতা বলেন, ' আইন হাতে তুলে নেওয়া উচিত নয়।' এরপরই তাঁর দাবি, কড়া আইন করে দোষীদের শাস্তি দিতে হবে। এজন্য দ্রুত চার্জশিট গঠন করতে হবে। তিনি যে মালদার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন , তা জানাতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। একই মঞ্চ থেকে তিনি উন্নাওয়ের নির্যাতিতার প্রসঙ্গ তোলেন। তিনি জানতে চান উন্নাওয়ের নির্যাতিতা কেন নিরাপত্তা পাননি।

'আইন হাতে তোলা উচিত নয়'

আইন হাতে তোলা উচিত নয় বলে জানিয়েছেন বিজেপি সাংসদ মানেকা গান্ধীও। বিজেপি সাংসদ মানেকা গান্ধীও রীতিমতো বিরোধিতা করেছেন। তিনি বলেন,'কাউকে মারতে চাওয়ার ইচ্ছে থেকেই কাউকে হত্যা করা উচিত নয়। এটা দেশের জন্য ভয়ানক। তেলাঙ্গানার অভিযুক্তরা হয়তো আদালতের আইনের শাস্তি পেতে পারত।'

'আইনে ভরসা নেই মানুষের,এটা আতঙ্কের'

'আইনে ভরসা নেই মানুষের। এটা অত্যন্ত আতঙ্কের বিষয়'। হায়দরাবাদের এনকাউন্টারের ঘটনা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন আপ-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া রীতিমতো প্রাসঙ্গিক।

'যুক্তির ওপর রয়েছে আবেগ'

এদিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, কখনও কখনও মানবাধিকারে বিতর্ক পাশে রেখে যুক্তির ওপর আবেগকে রাখতে হয়। কখনও কখনও মানুষের আবেগও এতে প্রাসঙ্গিক হয়ে যায়। কারণ দেশ মানুষের।

বিরোধ মেটাতে মমতার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রাজ্যপালের বিরোধ মেটাতে মমতার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রাজ্যপালের

English summary
Maneka Gandhi says, one cant take law in hands, on Telangana Encounter issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X