For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইলেন শিক্ষক, ভাইরাল হল ভিডিও

এবিভিবি করা ছাত্রদের পা ছুঁয়ে শেষ অবধি ক্ষমা চাইতে হল শিক্ষককে। কলেজের সিনিয়র প্রফেসর এই অপমান সইতে না পেরে তিনদিনের ছুটি নিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

এবিভিবি করা ছাত্রদের পা ছুঁয়ে শেষ অবধি ক্ষমা চাইতে হল শিক্ষককে। কলেজের সিনিয়র প্রফেসর এই অপমান সইতে না পেরে তিনদিনের ছুটি নিয়েছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌরের রাজীব গান্ধী পিজি কলেজে। একদল এবিভিপি করা ছাত্র তাঁকে দেশদ্রোহী তকমা দেগে দেয়। ক্ষমা চাইতে বলে।

মধ্যপ্রদেশে ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইলেন শিক্ষক

কী করেছিলেন শিক্ষক দীনেশ গুপ্তা? তিনি কলেজে পড়াচ্ছিলেন। ক্লাসরুমের বাইরে তখন স্লোগান দিতে দিতে এবিভিপি সমর্থকেরা যাচ্ছিলেন। সমর্থকদের মুখে ছিল ভারত মাতা কি জয় স্লোগান। তবে চিৎকার শুনে শিক্ষক স্লোগান বন্ধ করে মিছিল নিয়ে যেতে বলেন। তাতেই ক্ষেপে ওঠে এবিভিপি সমর্থকেরা। কলেজের শিক্ষককে দেশদ্রোহী বলে গালমন্দ শুরু হয়। ক্ষমাও চাইতে বলা হয়। তারপরই সেই ভিডিওয় দেখা যাচ্ছে, শিক্ষক ক্ষমা চাইছেন।

যদিও কলেজের প্রিন্সিপাল রবীন্দ্র সোহনি জানান, তেমন কিছুই হয়নি। প্রফেসর শুধু মিছিল থামিয়েছিলেন। তবে এবিভিপি সমর্থকেরা যে শিক্ষককে ক্ষমা চাইতে বলেন, তা তিনি স্বীকার করে নিয়েছেন।

ঘটনার সময় এবিভিপি সমর্থকেরা কেন বিএসসি চতুর্থ সেমেস্টারের রেজাল্ট এত দেরিতে বেরোচ্ছে তা নিয়ে স্মারকলিপি দিচ্ছে যাচ্ছিল। সেখানেই স্লোগান বন্ধ করতে বলায় শেষ অবধি শিক্ষককে ক্ষমা চাইতে হল।

English summary
Mandsaur professor touches ABVP activists feet after being called anti-national
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X