For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০০ কোটি টাকার লোন কেলেঙ্কারির ঘটনায় ধৃত ম্যানেজার! নজরে পিএনবি'র আরও আধিকারিক

৪০০ কোটি টাকার লোন কেলেঙ্কারির ঘটনায় পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের এক ম্যানেজারকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল। বড়সড় এই কেলেঙ্কারির একযোগে তদন্ত করছে এসআইটি এবং গাজিয়াবাদ থানার পুলিশ। লোন মাফিয়া লক্ষ্ম তম্বরের সহযোগী হিস

  • |
Google Oneindia Bengali News

৪০০ কোটি টাকার লোন কেলেঙ্কারির ঘটনায় পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের এক ম্যানেজারকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল। বড়সড় এই কেলেঙ্কারির একযোগে তদন্ত করছে এসআইটি এবং গাজিয়াবাদ থানার পুলিশ। লোন মাফিয়া লক্ষ্ম তম্বরের সহযোগী হিসাবে কাজ করার অভিযোগ ধৃত ওই ম্যানেজারের বিরুদ্ধে।

নজরে পিএনবির আরও আধিকারিক

ধৃত ওই ব্যক্তির নাম উতকর্ষ কুমার বলে জানা গিয়েছে। জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে।

বিশেষ তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন পিএনবি'র নয়ডা শাখার এই ম্যানেজার জালিয়াতি করে লোন পেতে সাহায্য করত লোন মাফিয়া লক্ষ্ম তম্বরকে। বড়সড় এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তিথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।

তাঁরা জানতে পেরেছেন ধৃত ওই ব্যাঙ্ক ম্যানেজার লক্ষ্মকে সঙ্গে নিয়ে দিনের পর দিন কোটি কোটি টাকা এদিক ওদিক করেছে। ইতিমধ্যে লক্ষ্ম তম্বর সহ আট অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বড়সড় এই কেলেঙ্কারিতে আরও বেশ কয়েকজন জড়িত বলে মনে করা হচ্ছে।

সিটের তরফে জানানো হয়েছে ব্যাঙ্ক উৎকর্ষ কুমার আদৌতে পাটনা বিহারের বাসিন্দা হলেও সম্প্রতি নয়াদিল্লিতে থাকতে শুরু করে। ধৃত উৎকর্ষ আগে পিএনবি চন্দ্রনগর শাখার ম্যানেজার হিসাবে কাজ করেছে। যদিও এই মুহূর্তে গ্রেটার নয়ডাতে শাখাতে ম্যানেজার হিসাবে কাজ করছিলেন।

তদন্তকারীরা জানতে পেরেছেন যে চন্দ্রনগর শাখাতে থাকাকালীন লক্ষ্ম তম্বরের সঙ্গে হাত মেলান উৎকর্ষ। এরপর দিনের পর দিন লোন দেওয়ার নামে জালিয়াতি চালিয়ে গিয়েছেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

বড়সড় এই কেলেঙ্কারির ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন এই কেলেঙ্কারির মধ্যে আরও বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিকও যুক্ত রয়েছেন।

যদিও ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করা গেলেও ধরতে পারেনি পুলিশ আধিকারিকরা। ঘটনার পর থেকে ওই সমস্ত ব্যাঙ্ক আধিকারিকরা ফেরার। কিছুতেই তাঁদের নাগাল পাচ্ছেন না পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনা নতুন নয়। গত বছর খানেক আগে ১৩০০ কোটি টাকা'র জালিয়াতির ঘটনা সামনে আসে। প্রথমে ১১,৪০০ কোটি টাকার কেলেঙ্কারির কথা বলা হলেও পরে সেটি ১৩০০ কোটি টাকার কাছে গিয়ে দাঁড়ায়। ভয়ঙ্কর এই কেলেঙ্কারিতে নাম জড়ায় নীরব মোদী সহ আরও বেশ কয়েকজনের। এই ঘটনায় এখনও মূল অভিযুক্তকে ধরতে পারা যায়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এতবড় কেলেঙ্কারি পিএনবি'তেই।

English summary
manager of PNB arrested in 400 crore scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X