For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-বিরাটের ব্যাট সারিয়ে দেওয়া আশরফ ভাই ভালো নেই, কী অবস্থা তাঁর?

সচিন-বিরাটের ব্যাট সারিয়ে দেওয়া আশরফ ভাই ভালো নেই, কী অবস্থা তাঁর?

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট একাধিকবার ঘষেমেজে ঠিক করে দিয়েছেন তিনি। তাঁর হাতই গ্রিপ বদল হওয়া ব্যাট দিয়ে আইপিএলে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ফাফ ডু প্লেসিস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। এহেন আশরফ ভাই শারীরিক ও আর্থিক ভাবে বিপর্যস্ত। অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।

সচিন-বিরাটের ব্যাট সারিয়ে দেওয়া আশরফ ভাই ভালো নেই, কী অবস্থা তাঁর?

মুম্বইয়ের মেট্রো সিনেমার বিপরীতে দোকান আশরফ চৌধুরী। আইপিএলে বিভিন্ন দেশ এবং দলের ব্যাটসম্যানদের সাফল্যের পিছনে যে ব্যক্তির হাত রয়েছে, তাঁকে চেনে না, মুম্বইতে এমন কোনও ব্যক্তি নেই। ১৯২০ সাল থেকে আশরফ ভাইয়ের পৈতৃক দোকান। ব্যাট তৈরির পাশাপাশি ক্রিকেটারদের পুরনো ব্যাট সারিয়ে দেওয়া, ওজন কমানো এবং গ্রিপ পরিবর্তন করতে তিনি সিদ্ধহস্ত। সেই তিনি কিডনি পাথর জমার কারণে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাভাবে তাঁর চিকিৎসা সেভাবে করতে পারছে না আশরফ ভাইয়ের পরিবার। করোনা ভাইরাসের জেরে লকডাউনে তাঁদের ব্যবসা কার্যত লাটে উঠেছে।

আশরফ চৌধুরীরকে ১৫ বছর ধরে চেনেন তথা শুভাকাঙ্খি প্রশান্ত জেঠমালানি ব্যাটের কারিগরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেছেন। এখনও পর্যন্ত তিনি দুই লক্ষ টাকা সংগ্রহ করতে পেরেছেন। কিন্তু আশরফ ভাইয়ের চিকিৎসা এবং ভবিষ্যত সুনিশ্চিত করতে আরও অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন জেঠমালানি।

English summary
Man who fixed Sachin and Kohli's bats is not in good health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X