মাত্র ২০০ টাকার জন্য ৮ মাসের শিশু কন্যাকে বিক্রির অভিযোগ এই রাজ্যে
মাত্র ২০০ টাকার জন্য শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামশাসিত ত্রিপুরায়। যদিও টাকার জন্য শিশু বিক্রির সূত্র মানতে নারাজ ত্রিপুরা সরকার।

ত্রিপুরার তেলিয়ামুড়ার মহারানিপুর। মাত্র ২০০ টাকার জন্য আটমাসের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন বাবা-মা। এমনটাই অভিযোগ উঠেছে। সরকারের কাছ থেকে বিপিএল কার্ড চেয়েও পাননি বলে অভিযোগ করেছে ওই পরিবার। শিশুকে বড় করে তোলার সামর্থ নেই বলেই শিশুকে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন শিশুটির বাবা।
Tripura: Man in Teliamura's Maharanipur says that he sold his 8-month-old daughter for Rs.200; adds that he did it because of poverty. pic.twitter.com/1hn6GmuYcn
— ANI (@ANI) December 6, 2017
তবে টাকার জন্য শিশু বিক্রি মানতে নারাজ ত্রিপুরা সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগেই টাকার জন্য শিশু বিক্রির অভিযোগ উঠেছিল এই ত্রিপুরাতেই। মে মাসে ত্রিপুর লক্ষ্মীপুর গ্রামে ২০০ টাকার জন্য মায়ের বিরুদ্ধে কোলের শিশুকে বিক্রির অভিযোগ উঠেছিল।
এর কিছুদিন পরে স্বামীকে বাঁচাতে মাত্র ৫ হাজার টাকার ১১ মাসের শিশু পুত্রকে বিক্রি করার অভিযোগ উঠেছিল বধূর বিরুদ্ধে।
তেলিয়ামুড়ার মহারানিপুরের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে সমাজকর্মী শাশ্বতী ঘোষ বলেছেন, কন্যা সন্তান বলেই হয়ত এই বিক্রির সিদ্ধান্ত। অন্যদিকে, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়ের মতে, এই দেশগুলোকে নিয়ে দেশ ভাবে না।