খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে হামলার হুমকি
খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে হামলার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল যুবককে। উত্তরাখণ্ড পুলিস জানিয়েছে ধৃত ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওতকে সরাসরি ফোন করে হরিদ্বারের হরকে পৌড়ি ঘাট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীকে করা ফোনটি ধরেছিলেন তাঁর প্রোটোকল অফিসার আনন্দ সিং রাওয়ত। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ফোন নম্বর তাঁর কাছে কী করে পৌঁছল সেটিও তদন্ত করে দেখছে পুলিস। উত্তরাখণ্ডের এডিজি আইন শৃঙ্খলা অশোক কুমার জানিয়েছেন, যে হরকে পৌড়ি ঘাট ডিটোনেটার দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই যুবক তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে পুলিস।
অযোধ্যার রায়দানের পর নানাভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চক্রান্ত চলছে। এই হুমকি দিয়েও সেরকম কোনও অশান্তি ছড়ানোর চক্রান্ত করা হচ্ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিস। ধৃত ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।