For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চোখ মারা'য় এক যুবকের তিন বছরের জেল হল মহারাষ্ট্রে

চোখ টেপার অপরাধে মহারাষ্ট্রের বীর জেলার পুরুষোত্তম বীরকে তিন বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।

  • |
Google Oneindia Bengali News

চোখ টেপা বা চলতি বাংলায় চোখ মারা যে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে তা বোধহয় আন্দাজ করতে পারেনি মহারাষ্ট্রের বীর জেলার পুরুষোত্তম বীর। তবে সেই অপরাধেই তিন বছরের জন্য তাকে কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।

চোখ মারায় এক যুবকের তিন বছরের জেল হল মহারাষ্ট্রে

জানা গিয়েছে, পুরুষোত্তমের বয়স ২৪ বছর। চোখ মারা ও আড় চোখে নাবালিকা মেয়ের দিকে তাকানোয় তাকে মহারাষ্ট্রের মারাঠওয়াড়ার বীর আদালত সাজা শুনিয়েছে। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২০ এপ্রিল। অভিযুক্ত পুরুষোত্তম বীরের তাকাল গহন এলাকার বাসিন্দা। সে রায়মোহার রাস্তায় ১৬ বছরের এক নাহালিকাকে চোখ মারে বলে অভিযোগ। একইসঙ্গে আড়চোখে নজর রাখারও অভিযোগ ওঠে।

[আরও পড়ুন: ভূত চেপেছে ছাত্রীর ঘাড়ে! তারপরের ঘটনা সমাজের বুকে অত্যন্ত লজ্জার, আতঙ্ক এলাকায়][আরও পড়ুন: ভূত চেপেছে ছাত্রীর ঘাড়ে! তারপরের ঘটনা সমাজের বুকে অত্যন্ত লজ্জার, আতঙ্ক এলাকায়]

নাবালিকা ও তার পরিবার পটোদা থানায় লিখিত অভিযোগ জানায়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (খ) ধারায় মামলা দায়ের করে। সাব-ইনস্পেক্টর অরুণ ডোঙ্গরে তদন্ত চালান। সাতজন সাক্ষী অভিযুক্তের বিরুদ্ধে বয়ান দেন। যা দেখে বিচারক অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানা ও তিন বছরের সাজা শোনান।

[আরও পড়ুন:দিনহাটায় 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি তৃণমূল নেতাকে ][আরও পড়ুন:দিনহাটায় 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি তৃণমূল নেতাকে ]

English summary
Man sentenced to 3-years in jail for winking, a rare court judgement in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X