For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি প্রসঙ্গে কৌতুহলের খেসারত ৫০,০০০ টাকা!

Google Oneindia Bengali News

 নেতাজি নিয়ে কৌতুহলের খেসারত ৫০,০০০ টাকা!
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রসঙ্গে বড়ই কৌতুহল জেগেছিল, আর তারই জেরে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করে দিয়েছিলেন তিনি। কিন্তু তার পরিনাম যে এত গুরুতর হবে তা ভাবতে পারেননি ওই ব্যক্তি। ওই ব্যক্তির আবেদন তো আদালত খারিজ করলই উল্টে 'ছেঁদো' মামলা করার জন্য আবেদনকারীর উকিলকে ৫০,০০০ টাকার জরিমানা দিল শীর্ষ আদালত। ওই জনস্বার্থ মামলা অনুযায়ী আবেদনকারী পিএল শর্মার আবেদন ছিল সরকার যেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের রহস্যময় অন্তর্ধানের বিস্তারিত বিবরণ প্রকাশ করে তার জন্য আদালত নির্দেশ দিক।

এই মামলাটি মুখ্য বিচারপতি আরএম লোধা, বিচারপতি কুরিয়ান জোসেফ এবং বিচারপতি রোহিনটন ফালি নারিমানের ডিভিশন বেঞ্চে ওঠে। বেঞ্চ আবেদনটি 'ছেঁদো' বর্ণনা করে খারিজ করে দেয়। তাঁদের বক্তব্য আবেদনকারীর উকিল এই ধরণের তুচ্ছ ও অযৌক্তিক মামলা দায়ের করা অভ্যাসে পরিণত করেছেন। আর তাই জরিমানা বাবদ প্রথমে ১ লক্ষ টাকা ধার্য করা হলেও পরে তা কমিয়ে ৫০,০০০ টাকা করা হয়।

এই মামলার শুনানির সময় আদালত আবেদনকারীকে নেতাজির জন্ম সাল প্রসঙ্গে প্রশ্ন করেন। পিএল শর্মা উত্তর দেন ১৮৯৭ সাল। একইসঙ্গে তিনি জানান, তিনি চান যাতে ভারতের এই মহান স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে কী হয়েছিল তা সারা দেশ জানুক।

আবেদনকারী শর্মা তাঁর এই মামলার কারণ হিসাবে জনস্বার্থ বলেই ব্যাখ্যা করেছেন। কিন্তু শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ আবেদনকারীকে জানিয়েছেন, "আপনি মনে করছেন এটা জনস্বার্থে, আমরা এই মামলা নিরাশাজনক মনে করছি।"

English summary
Man's curiosity to know about Netaji costs him Rs.50,000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X