For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৮ জন স্ত্রী ও ৩৫ জন সন্তানের সামনে ৩৭তম বিয়ে করলেন এই ব্যক্তি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

৩৭তম বিয়ে করলেন এই ব্যক্তি

Google Oneindia Bengali News

রূপকথার গল্পে এরকমটা হয়ত পড়েছিলেন। এক রাজার একশো রাণি। কিন্ত একবিংশ শতাব্দীতে এসে এই ঘটনা দেখতে হবে তা হয়ত কস্মিনকালেও ভাবেননি। এক ব্যক্তি তাঁর জীবনের ৩৭তম বিয়ে করলেন। শুধু তাই নয়, ওই বয়স্ক ব্যক্তি তাঁর ২৮জন স্ত্রী, ৩৫ জন সন্তান ও ১২৬ জন নাতি–নাতনির সামনে এই ৩৭ নম্বর পাত্রীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। যার ভিডিও ভাইরাল সোশ।আল মিডিয়ায়।

২৮ জন স্ত্রী ও ৩৫ জন সন্তানের সামনে ৩৭তম বিয়ে করলেন এই ব্যক্তি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়


৪৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা তাঁর টুইটারে। ক্যাপশনে তিনি লিখেছেন, '‌সাহসী ব্যক্তি.‌.‌.‌.‌.‌জীবিত। ২৮ জন স্ত্রী, ১৩৫ জন সন্তান ও ১২৬ জন নাতি–নাতনির সামনে ৩৭ তম বিয়ে করলেন।’‌ তবে এই ভিডিওটি কোথাকার সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেচিজেনরা হতবাক হয়ে যান এবং প্রতিক্রিয়া দিতে শুরু করেন। একজন লেখেন, '‌সিঙ্গেলরা এটা দেখে মারাই যাবেন।’‌ আরএক জন তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, '‌এখনও পর্যন্ত একটা বিয়ে করার সাহস যোগাতে পারলাম না আর ইনি ৩৭টি বাঃ’‌। অন্য একজনের কথায়, '‌দারুণ ভাগ্য পেয়েছে, এখানে তো একজনকে সামলানো মুশকিল।’‌

এর আগে এক তাইওয়ানের ব্যক্তি একজন মহিলাকেই চারবার বিয়ে করেন এবং ৩৭ দিনের মাথায় তিনবার বিবাববিচ্ছেদ দেন, শুধুমাত্র নিজের সবেতন ছুটির মেয়াদ বাড়াতে। জানা গিয়েছে, তাইপেইয়ের অবিবাহিত ব্যাঙ্ক কর্মী গত বছর ৬ এপ্রিল বিয়ে করেন এবং বিয়ের ছুটি শেষ হওয়া মাত্র তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দেন এবং আবার পরের দিন তাঁকে বিয়ে করেন আর একটি সবেতন ছুটি পাওয়ার জন্য, যা তিনি মনে করেন দেশের আইন অনুযায়ী তাঁর পাওয়ার অধিকার আছে। এভাবে তিনি চারবার একই মহিলাকে বিয়ে করে তিনবার ডিভোর্স দেন। এভাবে তিনি চারটে বিয়ের জন্য মোট ৩২ দিনের ছুটির আবেদন করেছিলেন। যদিও ব্যাঙ্কের কাছে ধরা পড়ে যান তিনি। তাঁর কৌশল বুঝে যায় ব্যাঙ্ক। তাই শুধুমাত্র প্রথম বিয়ের ৮ দিনের সবেতন ছুটি মঞ্জুর হয় তাঁর।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের তিক্ততা উস্কে দিল পার্কস্ট্রিট কাণ্ডে নুসরতের যোগনিখিল জৈনের সঙ্গে সম্পর্কের তিক্ততা উস্কে দিল পার্কস্ট্রিট কাণ্ডে নুসরতের যোগ

নিয়োগকর্তার বিরুদ্ধে তাইপে সিটি লেবার ব্যুরোয় নালিশ ঠুকে দেন ওই ব্যক্তি। ২০২০ সালের অক্টোবরে ব্যাঙ্কের জরিমানা হয় ভারতীয় মুদ্রায় ৫২,৮০০ টাকা। চলতি বছরের এপ্রিলে অনিচ্ছা সত্ত্বেও আগের রায় বহাল রাখে বেইসি লেবার ব্যুরো।


English summary
A man got married for the 37th time in front of 28 wives,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X