করোনা ভাইরাসের ছোবলে এবার মৃত্যু বাংলার পাশের রাজ্যে!
করোনা ভাইরাসের জেরে দেশে একই দিনে দুই ব্যক্তির মৃত্যুতে সংক্রমণের আতঙ্ক যেন কয়েক গুণ বেড়ে গেল দেশে। এর মধ্যে বাংলা যেন আরও বেশি আতঙ্কিত হয়ে গেল। কারণ মৃতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে পার্শ্ববর্তী রাজ্য বিহারেই। এর জেরে দেশে সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ হল।

মুম্বইয়ে ভোর রাতে মারা যান এক ব্যক্তি
আজ সকালে খবর পাওয়া যায় যে ভোর রাতের দিকে মুম্বইয়ে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে মৃত বৃদ্ধের বয়স ৬৩ বছর ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ব্লাড সুগার লেভেল হাই ছিল। তাছাড়া হৃদরোগ ও রক্তচাপ জনিত সমস্যাতেও ভুগছইলেন তিনি। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি থাকাকালীনই তাঁর মৃত্য হয়।

দিনের দ্বিতীয় মৃত্যুটি হয় পাটনায়
এরপর কিছুক্ষণ পরেই প্রকাশিত হয় পাটনায় আরও একজনের মৃত্যুর খবর। জানা গিয়েছে পাটনায় করোনা সংক্রমণে মৃত ব্যক্তির বয়স ছিল ৩৮ বছর। পাটনার এইমস-এ ভর্তি ছিলেন সেই ব্যক্তি। এদিকে দেশে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যাও হুহু করে বেড়ে চলেছে। এখনও পর্যন্ত গোটা দেশে ৩৩৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

এর আগে ৫ জনের ম-ত্যু হয়েছিল ভারতে
এর আগে জয়পুরে এক বিদেশি ছাড়া, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি ও কর্নাটকে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। দেশে এখনও ৪১ জন বিদেশি আছেন যাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে। এছাড়া সারা বিশ্বে ২৭৮ জন ভারতীয়র শরীরেও করোনা ভাইরাসের চিহ্ন মিলেছে।

বাজে পরিস্থিতি মহারাষ্ট্রে
এদিকে মুম্বই ও মহারাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। শুধু মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২-এ। এছাড়া রাজ্যে ৭৪ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত। এদের মধ্যে শনিবারই ১০ জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। এই ১০ জনের মধ্যে ৬ জন মুম্বইয়ের বাসিন্দা। অন্য ৪ জন পুনের।