For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরগাঁওয়ের ফ্যাক্টরিতে রোবটের হাতে খুন মানুষ

  • |
Google Oneindia Bengali News

গুরগাঁও, ১৩ অগাস্ট : বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ নিজের জীবনকে আরও মসৃণ করেছে। আজ পর্যন্ত মানব সমাজের যা অগ্রগতি তা এই দুটিতে অভূতপূর্ব উন্নতির কারণেই। তবে কখনও কখনও প্রযুক্তি প্রাণঘাতীও হতে পারে, এবং সেটাই হয়েছে এক্ষেত্রে। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত যুবতী 'মা'!]

বুধবার গুরগাঁওয়ের মানেসর এলাকায় একটি ফ্যাক্টরিতে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে রোবটের হাতে। জানা গিয়েছে, কাজ করতে করতে ভুলবশত রামজী লাল (২৪) নামে এক শ্রমিক ফ্যাক্টরির মধ্যে থাকা রোবটের কাছে চলে আসে। [৪ লক্ষ ৩০ হাজার বছর পূর্বে পৃথিবীতে প্রথম খুনের ঘটনা ঘটে!]

গুরগাঁওয়ের ফ্যাক্টরিতে রোবটের হাতে খুন মানুষ


স্বয়ংক্রিয় বোরটটি সেইমুহূর্তে ভারী মেটাল শিট নিয়ে কাজ করছিল। তার নিচে চলে আসায় ওই শ্রমিকের নিম্নাঙ্গ পিষে দিয়ে যায় রোবট। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জানা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]

এসকেএম মেটালস লিমিটেড নামের ওই ফ্যাক্টরি সূত্রে জানা গিয়েছে, সেই মুহূর্তে সেখানে মোট ৩৯ টি স্বয়ংক্রিয় রোবট ও ৬৩ জন শ্রমিক কাজ করছিলেন। তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃত শ্রমিক রামজী লালের পরিবারে স্ত্রী ও চার বোন রয়েছে বলেও জানা গিয়েছে। [এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, বলছেন বিশেষজ্ঞরা]

English summary
Man killed by robot at a factory in Manesar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X