For Quick Alerts
For Daily Alerts
বিজেপি শাসিত রাজ্যে ফের গণপিটুনি! মৃত্যু উপজাতি প্রৌঢ়ের
ডাইনি সন্দেহে এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ত্রিপুরার ধলাই জেলার। ওই প্রৌঢ় উপজাতি সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ, প্রৌঢ়
নকুলজয় রিয়াং জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। শনিবার বেশ কয়েকজন তাঁকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ধলাই জেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এলাকায় ডাইনি বিরোধী প্রচার জোরদার করার কাজ চলেছে বলেও জানিয়েছে প্রশাসন।