For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌মুম্বই থেকে দুবাই বিমান পাড়ি দিল একজন যাত্রী নিয়ে!‌ খবর পড়ে অবাক হবেন আপনিও

‌মুম্বই থেকে দুবাই বিমান পাড়ি দিল একজন যাত্রী নিয়ে

Google Oneindia Bengali News

বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি। মাত্র ১৮ হাজার টাকা বিমানের টিকিটের জন্য দিয়ে এক যাত্রী মুম্বই থেকে দুবাইয়ের এমিরেটস বিমানে একা সফর করলেন। তাও আবার বোয়িং-৭৭৭-এর মতো বিশাল বিমানে। ঘটনাটি ঘটেছে গত ১৯ মে। ৪০ বছরের ভাবেশ জাভেরি ৩৬০ আসনের ৭৭৭ এয়ারক্রাফটে করে সম্পূর্ণ একা যাওয়ার মজা উপভোগ করেন।

একা যাত্রী বিমানের

একা যাত্রী বিমানের

ভাবেশ জাভেরি তাঁর দুবাইয়ের অফিস থেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, '‌আমি বিমানে পা দিতেই আমায় হাততালি দিয়ে স্বাগত জানান বিমান সেবিকারা।'‌ ভাবেশ জাভেরি এখনও পর্যন্ত মুম্বই থেকে দুবাই আসার সময় ২৪০টিরও বেশি বিমানে চড়েছেন তিনি বলেন, '‌আমি বিমানে বহুবার চড়েছি, কিন্তু এটা জীবনের সেরা বিমান ছিল। বিমানে ভাবেশ জাভেরি ক্রিউ সদস্যদের পাশাপাশি কম্যান্ডারের সঙ্গেও কথা বলেন এবং তিনি তাঁকে গোটা বিমানটি ঘুরে দেখান। মোট কথা ভাবেশের বেশ ভালোই সময় কাটে বিমানে।

নির্দিষ্ট আসন পান ভাবেশ

নির্দিষ্ট আসন পান ভাবেশ

১৮ যেহেতু তাঁর লাকি নম্বর, তাই তিনি নির্দিষ্ট আসনটি পেয়েছিলেন যা তাঁকে আরও খুশি করে দিয়েছিল। ভোর সাড়ে ৪টের ওই বিমানে মাত্র একজন যাত্রীকে দেখে পাইলটও মজা করে ঘোষণা করেন , 'যেহেতু আপনিই একমাত্র যাত্রী ৷ তাই এই ৭৭৭ শুধুমাত্র আপনার জন্যই।' ভাবেশ জাভেরি গত ২০ বছর ধরে দুবাইয়ের বাসিন্দা এবং বহুবার তিনি মুম্বইয়ে যাতায়াত করেছেন।

ভারতে বিমান চলাচল বন্ধ এমিরেটসের

ভারতে বিমান চলাচল বন্ধ এমিরেটসের

করোনা আক্রান্তের সংখ্যা দেশে বাড়তে থাকায় আপাতত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা এমিরেটস ৷ তবে শুধুমাত্র দুবাইয়ের নাগরিক, দুবাইয়ের গোল্ডেন ভিসার অধিকারি এবং কূটনৈতিক মিশনের সদস্যরা ভারত থেকে দুবাই আসতে পারেন। ভারতীয় বিমানসংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে যে বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটের মুম্বই থেকে দুবাইয় চাটার্ড হিসাবে আসার খরচ প্রায় ৭০ লক্ষ। কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যেতে পারে যদি তা কোনও যাত্রী ছাড়াই ফিরে আসে।

দুবাই বিমানবন্দরে সমস্যার সম্মুখিন

দুবাই বিমানবন্দরে সমস্যার সম্মুখিন

তবে ভাবেশ জাভেরি গোল্ডেন ভিসার অধিকারি এবং তিনি দুবাই যাওয়ার এক সপ্তাহ আগে এই বিমান সংস্থায় ফোন করে ১৮ হাজার টাকায় ইকোনমি ক্লাসের টিকিট কেনেন। ভাবেশ বলেন, '‌আমি সাধারণত বিজনেস ক্লাসের টিকিট কিনি কিন্তু আমি ভাবলাম বিমানে কয়েকজন যাত্রী থাকবে তাই ইকোনমি ক্লাসের টিকিট কিনে ফেললাম।' তবে দুবাই বিমানবন্দরে এসে তাঁকে সমস্যায় পড়তে হয়। কারণ তাঁর টিকিটে কোনও তারিখ না থাকার জন্য ভাবেশ জাভেরিকে সিআইএসএফের কর্মীরা ঢুকতে বাধা দেন। ভাবেশ সঙ্গে সঙ্গে এমিরেটে ফোন করে এবং তারাই এই সমস্যার সমাধান করে দেয়।

দেশে ধীরগতিতে এগোচ্ছে টিকাকরণ, ঝাড়খণ্ড–ছত্তিশগড়ে ভ্যাকসিন অপচয়ের অভিযোগ কেন্দ্রেরদেশে ধীরগতিতে এগোচ্ছে টিকাকরণ, ঝাড়খণ্ড–ছত্তিশগড়ে ভ্যাকসিন অপচয়ের অভিযোগ কেন্দ্রের

English summary
man flies solo from mumbai to dubai on 360 seater flight for rs 18k
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X