For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জঙ্গি হামলার ছক! কাশ্মীরে সেনা শিবিরের বাইরে গ্রেনেড সহ গ্রেফতার ১

সোমবার কাশ্মীর পুলিশ জানিয়েছে, এক ব্যক্তিকে দুটি গ্রেনেড ও একটি ডিটোনেটর সমেত পুঞ্চে সেনা শিবিরের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সোমবার কাশ্মীর পুলিশ জানিয়েছে, এক ব্যক্তিকে দুটি গ্রেনেড ও একটি ডিটোনেটর সমেত পুঞ্চে সেনা শিবিরের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম রাজিন্দর সিং। বয়স ৩৩ বছর। সে স্থানীয় বাসিন্দা।

ফের জঙ্গি হামলার ছক! কাশ্মীরে সেনা শিবিরের বাইরে গ্রেনেড সহ গ্রেফতার ১

কাশ্মীর পুলিশের তরফে সিনিয়র এসপি রমেশ কুমার অঙ্গরাল জানান, সেনা শিবিরের বাইরে উঁকি মারছিল রাজিন্দর। তখন তাকে গ্রেফতার করা হয়। সে কালাকোটের বাসিন্দা। পুঞ্চে সেনায় ভর্তি হওয়ার যে শিবির চলছে, সেই উপলক্ষ্যে সে এখানে এসেছিল।

পুলিশ অভিযুক্তের কাছ থেকে সি-৯০ গ্রেনেড, ইউবিজিএল গ্রেনেড লঞ্চার ও ডিটোনেটর উদ্ধার করেছে। সেনায় যোগ দিতে হাজার হাজার যুবক শিবিরে এসেছে। তবে সেখানে আসার দাবি করা রাজিন্দরের হাতে গ্রেনেড কী করে এল তা পুলিশ তদন্ত করে দেখছে।

[আরও পড়ুন:তিন সপ্তাহে উপত্যকায় নিকেশ ১৮ জঙ্গি, পুলওয়ামা পরবর্তী নানা পরিসংখ্যান পেশ সেনার][আরও পড়ুন:তিন সপ্তাহে উপত্যকায় নিকেশ ১৮ জঙ্গি, পুলওয়ামা পরবর্তী নানা পরিসংখ্যান পেশ সেনার]

পুলিশ জানিয়েছে, সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক গতিবিধি দেখেই রাজিন্দরকে আটক করা হয়। বড় ধরনের কোনও নাশকতার ছক কষা হয়েছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

[আরও পডুন: ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ৪ ভারতীয়, শোকপ্রকাশ সুষমার ][আরও পডুন: ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ৪ ভারতীয়, শোকপ্রকাশ সুষমার ]

English summary
Man arrested with grenades, detonator outside Army camp in Jammu and Kashmir's Poonch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X