For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেরঙ্গার বদলে উড়ল পাকিস্তানের পতাকা, গ্রেফতার এক ব্যক্তি

Array

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী বলছেন দেশের সর্বত্র সবাই যেন জাতীয় পতাকা ওড়ান। আর এমন সময়ে এক ব্যক্তিকে তার বাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গিয়েছে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই পুলিশ জানিয়েছে।

তেরঙ্গার বদলে উড়ল পাকিস্তানের পতাকা, গ্রেফতার এক ব্যক্তি

অতিরিক্ত পুলিশ সুপার রিতেশ কুমার সিং বলেন, "শুক্রবার সকাল ১১টার দিকে জেলার তারিয়া সুজন থানার অন্তর্গত ভেদুপার মুস্তাকিল গ্রামের একটি বাড়িতে পতাকাটি উত্তোলন করা হয়।" পতাকাটি তৈরি করা সালমান এবং তার খালা শাহনাজ (২২) এর বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি ইমরানের খুড়তুতো ভাই ইমরানের বিরুদ্ধে পতাকা উত্তোলনে সালমানকে সহায়তা করার জন্য জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে মামলা করা হবে," তিনি যোগ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে প্রথম এই কর্মসূচির কথা ঘোষণা করেন। স্বাধীনতার অমৃত মহোৎসবের প্রথম বড় কর্মসূচি হতে চলেছে এটি। এতে দেশের জাতীয় পতাকার প্রতি সাধারণ মানুষ এবং পরবর্তী প্রজন্মের সম্মান এবং মর্যাদা বাড়ােনাই মূল উদ্দেশ্য। তার পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছে সেই শহিদ বীরদের প্রতিও সম্মান জানােনা হবে। কারণ তাঁরাই প্রথম দেশের জাতীয় পতাকার জন্য আত্মবলিদান দিয়েছেন। কাজেই এই কর্মসূিচ সবচেয়ে বড় করে উৎযাপন করার তোরজোর শুরু হয়ে গিয়েছে।

১৪ অগাস্ট থেকেই পুরো দমে শুরু হয়ে যাবে স্বাধীনতা দিবসের উদযাপন। যার সূচনাই হবে হর ঘর তেরঙ্গা। আর তাতে যাতে দেশের সব নাগরিক অংশ নেয় তার জন্য রাজ্যগুলিকে বিশেষ বার্তা দিয়েছে কেন্দ্রে। আগামী ১৪ এবং ১৫ অগাস্ট হর ঘর তেরঙ্গা কর্মসূচি যাতে সফল হয় তার জন্য বার্তা দেওয়া হয়েছে। বেশি করে এই কর্মসূচি িনয়ে জন মানসে প্রচার করার বার্তা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানােনা হয়েছে জাতীয় পতাকা নিয়ে জনমানসে সচেতনতা গড়ে তুলতেই এই বার্তা দেওয়া হয়েছে। ১৪-১৫ অগাস্ট দেশের সরকারি দফতরে জাতীয় পতাকা উড়বে। তার সঙ্গে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গোটা দেশে সব রাজ্যে ১৪ এবং ১৫ অগাস্ট এই কর্মসূচির ডাক দিয়েছে মোদী সরকার। পতাকা ছেঁড়া বা নোংরা করা উচিত নয়। বাড়িতে বা কোনও প্রতিষ্ঠানে যদি তেরঙ্গা উত্তোলন করা হয়, তবে এর সমান বা উচ্চতর কোনও পতাকা থাকা উচিত নয়।যদি কোনও কারণে ছিঁড়ে যায় বা পুরাতন হয়ে যায়, তাহলে সম্মানজনকভাবে নিষ্পত্তি করতে হবে। জাতীয় পতাকা নির্জনে বা অন্য কোনো উপায়ে কোথাও পুড়িয়ে সম্মানের সঙ্গে ধ্বংস করা যেতে পারে।

English summary
for hoisting a pakistani flag man arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X