For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিম পরিচয় দিতেই গুলি, পাকিস্তানে যাওয়ার নির্দেশ, হইচই বিহারে

বিহারের বেগুসরাইয়ে এক মুসলমান যুবককে গুলি করার অভিযোগ উঠল। তাঁর নাম জিজ্ঞাসা করার পরই গুলি করা হয় বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

বিহারের বেগুসরাইয়ে এক মুসলমান যুবককে গুলি করার অভিযোগ উঠল। তাঁর নাম জিজ্ঞাসা করার পরই গুলি করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা ভিডিওয় বলার পর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

মুসলিম পরিচয় দিতেই গুলি, পাকিস্তানে যাওয়ার নির্দেশ

জানা গিয়েছে, যুবকের নাম মহম্মদ কাশিম। সে কুম্ভী গ্রামে সেলসম্যানের কাজ করে। তাঁকে রাজীব যাদব নামে অভিযুক্ত মদেন নেশায় গুলি করেছে। কাশিম তাকে চিনতে পেরেছে। জানিয়েছে, রাজীব তাঁকে ডেকে নাম জিজ্ঞাসা করে। নাম বলতেই সে রেগে কাঁই হয়ে যায়। পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েই গুলি করে।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এফআইআর হলেও অভিযুক্ত গ্রেফতার হয়নি। তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

কাশিমের অভিযোগ, লোকজনের সামনেই রাজীব বন্দুক উঁচিয়ে গুলি করে। সকলে চেয়ে দেখলেও প্রতিবাদ করেনি। আরও একবার সে গুলি চালাতে গেলে ধাক্কা মেরে কাশিম পালিয়ে যায়। গুলি লেগেছে কাশিমের শরীরের পিছনের অংশে।

কাশিমের অভিযোগ, এই ঘটনার পর গ্রামের মোড়লের কাছে গেলে তিনি কোনও সাহায্য করেননি। পরে পুলিশের কাছে গেলে তাঁকে সদরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২২ মে মধ্যপ্রদেশে তিনজন মুসলমান যুবককে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মারধর করা হয়। গুরুগ্রামে এক মুসলমান ব্যক্তির মাথার ফেজ খুলে তাঁকে জয় শ্রীরাম বলানো হয়। এবার বিহারে মুসলমান নাম শুনে গুলি করার অভিযোগ উঠল।

English summary
Man allegedly shot in Bihar's Begusarai for having muslim name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X