For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাকে খুনের অপরাধ, অসমে অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা

মহিলাকে খুনের অপরাধ, অসমে অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা

Google Oneindia Bengali News

নব বিবাহিতা মহিলাকা হত্যা করার অপরাধ। জনগণের আদালতে অভিযুক্তকে পুড়িয়ে মারা নিদান। অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা। অসমের নগাঁও জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শনিবার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্তের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহিলাকে খুনের অপরাধ, অসমে অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা


পুলিশ সূত্রের বিবৃতি

নগাঁওয়ের এসডিপিও এম দাস জানিয়েছেন, 'বোর লালুং এলাকায় গ্রামবাসীদের শুনানিতে রঞ্জিত বোরদোলই নামের এক যুবকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে খুন করার অভিযোগ ছিল। আমরা শনিবার সন্ধ্যা ছটার সময় খবর পাই, গণশুনানিতে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। পরে দেহটি কবর দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহটি কবর খুঁড়ে উদ্ধার করেছে। মৃতদেহটর ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।' কারবি উপজাতি অধ্যুষিত বাসিন্দারা মূলত ওই গ্রামে বাস করে। নিজেদের হাতে কেন আইন তুলে নিলেন, এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানিয়েছেন, সকলের সামনে রঞ্জিত নিজেই দোষ স্বীকার করে নিয়েছিলেন। তাই তাঁরা আর পুলিশে খবর দেওয়ার প্রয়োজন মনে করেননি। নিজেরাই শাস্তির বিধান দেন। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

স্থানীয় বাসিন্দারা জানান, তিন দিন আগে সদ্য বিবাহিতা এক মহিলার দেহ সামনের পুকুর থেকে উদ্ধার করা হয়। পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা পুলিশকে জানানো হয়নি। এই মৃ্ত্যুর কোনও তদন্ত করা হয়নি। মৃত্যুর কারণ না জেনে, ময়নাতদন্ত হওয়ার আগেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের কয়েকজন মহিলা জানতে পারেন সবিতা পাতোর নামের এক বৃদ্ধা ওই মহিলাকে খুন করেছেন। বৃদ্ধা এই কথা বিশ্বস্ত কাউকে বলছিলেন। সেই সময় গ্রামের কয়েকজন মহিলা শুনে নেন। ওই বৃদ্ধা জানান, গ্রামের আরও পাঁচ মহিলাকে খুনের পরিকল্পনা করেছেন তিনি। এরপরেই কারবি সম্প্রদায়ের গ্রামবাসীরা গণশুনানির ডাক দেন। সেখানে বৃদ্ধা জানান, তাঁকে রঞ্জিত বরদলোই সাহায্য করেছিলেন। হত্যা আসলে রঞ্জিত করেছিলেন। তিনি শুধু পরিকল্পনা করেছিলেন। সকলের সামনে বরদলোই ওই মহিলাকে হত্যার কথা স্বীকার করে নেন। গ্রামের ক্যাঙ্গারু আদালত রঞ্জিত বরদলোইকে পুড়িয়ে মারার নিদান দেওয়া হয়। গ্রামের মহিলারা জানিয়েছেন, নিজের মুখে দোষ স্বীকার করেছে, তাই পুলিশে জানানোর প্রয়োজন মনে করেননি। রঞ্জিত বরদলোই নিজের অপরাধের শাস্তি পেয়েছন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বকরি ইদে বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীঅপ্রীতিকর ঘটনা এড়াতে বকরি ইদে বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

English summary
Man accused of murder burnt alive at Nagaon in Assam by villagers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X