
গণতান্ত্রিক পথে আন্দোলন করুন বার্তা মমতার, হিন্দুত্ব ছাড়া কিছু বোঝেন না মোদী, কটাক্ষ অধীরের
গণতান্ত্রিক পথেই আন্দোলনের সঠিক পথ। সোমবার রাজ্যবাসীকে সেই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসাত্মক আন্দোলনের প্রতিবাদে এদিন পথে নামেন মমতা। ধর্মতলায় আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানেই দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

মমতার বার্তা
শান্তিপূর্ণ পথে প্রতিবাদ এবং আন্দোলনই গণতান্ত্রিক পথ। হিংসার পথে আন্দোলন হয় না। রাজ্যবাসীকে সোমবার এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন কিছু কিছু মানুষ ব্যক্তি স্বার্থে হিংসায় প্ররোচনা দিচ্ছে। এমনকী টাকা দিয়েও অশান্তি পাকানোর অভিযোগ করেছেন তিনি। রাজ্যে কোনও ভাবেই নাগরিকত্ব আইন কার্যকর করা হবে না বলে আস্বস্ত করেছেন তিনি।

মোদীকে আক্রমণ অধীরের
নাগরিকত্ব বিলের প্রতিবাদ আন্দোলনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সীমান্তের জেলা মুর্শিদাবাদে। সেখানকার সংসাদ অধীর রঞ্জন চৌধুরী এই হিংসাত্মক আন্দোলনের জন্য প্রধানমন্ত্রী মোদীকেই দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন মোদী হিন্দুত্ব ছাড়া কিছু দেখতে পান না। ভারত বৈচিত্রের মধ্যে একতাতে বিশ্বাসী। দেশের সেই মনোভাব ভেঙে চুরমার করে দিতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। অভিযোগ কংগ্রেস নেতার।

মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত স্টেশনে অধীর
গত কয়েকদিনে মুর্শিদাবাদে হিংসাত্মক আন্দোলনে ক্ষতি হয়েছে একাধিক স্টেশনের। লালগোলা স্টেশনে ৫টি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রেজিনগর, বেলডাঙা, সারগাছি স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। সোমবার এই তিনটি স্টেশন পরিদর্শন করেন মুর্শিদাবাদের সাংসদ। সেখানে পৌঁছে দিতে শান্তিপূর্ণ পথে আন্দোলনে নামার আবেদন জানিয়েছেন
CAA ইস্যু: অমিত শাহকে উত্তরপূর্বে যাওয়ার চ্যালেঞ্জ! সোনিয়া দাগলেন তোপ