For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের পাশে নেই মায়া-মমতা-অখিলেশ! শপথের অনুষ্ঠানে ‘ফাটল’ মোদী-বিরোধী জোটে

কর্ণাটকে যে ঐক্যের ছবি ধরা পড়েছিল, মধ্যপ্রদেশ, রাজস্থান বা ছত্তিশগড়ে তা দেখা গেল না। কমলনাথ-গেহলট-বাঘেলদের শপথগ্রহণ অনুষ্ঠানে নেই বিরোধী ঐক্যের ধ্বজাধারী মূল নেতা-নেত্রীরাই।

Google Oneindia Bengali News

কর্ণাটকে যে ঐক্যের ছবি ধরা পড়েছিল, মধ্যপ্রদেশ, রাজস্থান বা ছত্তিশগড়ে তা দেখা গেল না। কমলনাথ-গেহলট-বাঘেলদের শপথগ্রহণ অনুষ্ঠানে নেই বিরোধী ঐক্যের ধ্বজাধারী মূল নেতা-নেত্রীরাই। নেই মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদবদের মতো হেভিওয়েটরা। তবে এই তিন হেভিওয়েট বাদে বাকিরা প্রায় সবাই ছিলেন কংগ্রেস মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে।

সমর্থনেও গরহাজির কেন মায়াবতী-অখিলেশ

সমর্থনেও গরহাজির কেন মায়াবতী-অখিলেশ

মায়াবতী ও অখিলেশ যাদবরা বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরই কংগ্রেসকে সমর্থনের বার্তা দিয়েছিলেন। আগবাড়িয়েই বলেছিলেন, বিজেপিকে সমর্থন নয়। তাঁরা কংগ্রেসকেই সমর্থন দেবেন। মায়াবতী জানিয়েছিলেন শুধু মধ্যপ্রদেশ নয়, প্রয়োজনে রাজস্থানেও কংগ্রেস সরকারকে সমর্থনের কথাও। অখিলেশ যাদবও মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থনের বার্তা দেন। তারপরও তাঁরা কেন গরহাজির প্রশ্ন উঠছে!

সপা-বসপা পাঠাল না প্রতিনিধিও

সপা-বসপা পাঠাল না প্রতিনিধিও

রাজনৈতিক মহল মনে করেছিল, তিনরাজ্যে কংগ্রেসের জয়ের পর, মুখ্যমন্ত্রীদেরে শপথগ্রহণ অনুষ্ঠানে ফের বিরোধী ঐক্যের ছবি স্পষ্ট হয়ে উঠবে। তবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও মায়াবতী-অখিলেশদের অনুপস্থিতি অন্য জল্পনার বাতাবরণ তৈরি করেছে। তাঁরা কোনও প্রতিনিধিও পাঠাননি কোনও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে।

মমতা না গেলেও হাজির ত্রিবেদী

মমতা না গেলেও হাজির ত্রিবেদী

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাজির থাকতে পারবেন না, তা আগেই জানিয়েছিলেন। কারণ তিনি ব্যাক্তিগত একটি কাজ ব্যস্ত থাকবেন। মায়াবতী-অখিলেশদের পথে না হেঁটে তিনি অবশ্য প্রতিনিধি পাঠিয়েছিলেন কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন দীনেশ ত্রিবেদী।

মহাজোটের বৈঠকেও গরহাজির ছিল সপা-বসপা

মহাজোটের বৈঠকেও গরহাজির ছিল সপা-বসপা

গত ১০ ডিসেম্বর দিল্লিতে বিরোধী মহাজোটের বৈঠকেও অনুপস্থিত ছিলেন মায়াবতী ও অখিলেশ যাদবরা। চন্দ্রবাবু নাইডুর ডাকে সাড়া দিয়ে তাঁরা আসেননি বৈঠকে যোগ দিতে। কোনও প্র্তিনিধিও পাঠাননি। তারপর অবশ্য ভোটের ফলাফল প্রকাশের পর কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে না আসায় ফের জল্পনা শুরু হয়েছে পিসি-ভাইপোকে নিয়ে।

তিন মেগা দল ছাড়া বাকিরা হাজির

তিন মেগা দল ছাড়া বাকিরা হাজির

তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি ছাড়া, বাকিরা প্রায় সবাই হাজির। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডিপির চন্দ্রবাবু নাইডু, এনসিপি প্রধান শরদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, আরজেডির তেজস্বী যাদব, তৃণমূলের দীনেশ ত্রিবেদী, জেডিএসের এইচডি দেবেগৌড়া, কুমারস্বামী, এলজেপির শরদ যাদব, ডিএমকের এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বাবুলাল মারান্ডি, এইআইইউডিএফের বদরুদ্দিন আজমল-রা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আপের সঞ্জয় সিংও। শুধু কাঁটা মায়াবতী আর অখিলেশদের অনুপস্থিতি।

English summary
Mamata, Mayawati and Akhilesh not appear in swearing ceremony of CMs. The swearing ceremony does not show of opposition unity,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X