For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার জোটে লাইন পড়েছে বিরোধী নেতা-নেত্রীদের, রূপরেখা তৈরিতে দিনভর ঠাসা কর্মসূচি

বুধবার দিনভর ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ধেয় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বুধবার দিনভর ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ধেয় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতার। বৈঠক হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও।

 মমতার জোটে লাইন পড়েছে বিরোধী নেতা-নেত্রীদের, রূপরেখা তৈরিতে দিনভর ঠাসা কর্মসূচি

সোমবার সন্ধেয় দিল্লিতে পৌঁছনোর পর থেকেই চূড়ান্ত ব্যস্ততায় মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদ ভবনে গিয়েছিলেন তিনি। সারা দিনে ১০ টি বিরোধীদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ থাকায় সংসদ ভবনে সনিয়ার সঙ্গে দেখা হয়নি মমতা। তবে একাধিকবার এসএমএস চালাচালি হয়েছে দুই নেত্রীর মধ্যে। মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে সাংসদ দীনেশ ত্রিবেদীকে কংগ্রেস অফিসে পাঠানো হয়েছিল। সেই সময়ই সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের কথা জানানো হয়।

সন্ধেয় সনিয়া গান্ধীর সঙ্গে ১০ নম্বর জনপথে বৈঠক ছাড়াও, বাজপেয়ী মন্ত্রিসভা দুই মন্ত্রী যশমন্ত সিনহা এবং অরুণ শৌরির সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। এছাড়াও বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গেও বুধবার বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দে কংগ্রেসের নেতৃত্বে ফ্রন্ট না তৃতীয় ফ্রন্ট তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, এখনও স্পষ্ট নয় কংগ্রেসের অবস্থান। কেননা, তেলেঙ্গানার টিআরএস-এর মতো একাধিক রাজ্যে কংগ্রেসের কড়া বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

English summary
Mamata Banerjee will meet Sonia Gandhi on Wednesday to discuss the future political prospect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X