For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী যখন ‘টার্গেট’, দুই মুখ্যমন্ত্রীকে নিয়ে এবার রাজধানীর বুকে ধরনায় বসবেন মমতা

এবার রাজধানীর বুকে দাঁড়িয়ে মোদী হটাওয়ের আওয়াজ তুলবেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই দিল্লির দরবারে পৌঁছে গেলেন মঙ্গলবারই। বুধবার তিনি দিল্লিতে ধরনায় উপস্থিত থাকবেন।

  • |
Google Oneindia Bengali News

এবার রাজধানীর বুকে দাঁড়িয়ে মোদী হটাওয়ের আওয়াজ তুলবেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই দিল্লির দরবারে পৌঁছে গেলেন মঙ্গলবারই। বুধবার তিনি দিল্লিতে ধরনায় উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে চন্দ্রবাবু নাইডুর ও অরবিন্দ কেজরিওয়ালের। চন্দ্রবাবুর অনশনের পর কেজরিওয়ালের ধরনাতেও ফের জোট চিত্র ফুটিয়ে তুলতে প্রত্যয়ী মমতা।

মোদী যখন ‘টার্গেট’, দুই মুখ্যমন্ত্রীকে নিয়ে এবার রাজধানীর বুকে ধরনায় বসবেন মমতা

কদিন আগে কলকাতাতে বসেই দিল্লিতে ধরনার সলতে পাকানো শুরু করেছিলেন মমতা। সেইমতো বাংলার রাজধানীতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়-চন্দ্রবাবু নাইডুরা ঘোষণা করেছিলেন দিল্লিতে ধরনায় কর্মসূচি পালন করার। সোমবার চন্দ্রবাবু নাইডু অনশনে বসেছিলেন রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে। সেই মঞ্চ হয়ে উঠল বিরোধী ঐক্যের মহাক্ষেত্রস্থল।

বুধবার দিল্লি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকেনিয়ে রাজধানীর বুকে ফের ধরনার মঞ্চ থেকে জোট-বার্তা আরও শক্তিশালী করে তুলবেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব। সোমবার মহাজোটের ঐক্য প্রদর্শনে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মনমোহন সিং, ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, মুলায়ম সিং যাদব, ডেরেক ওব্রায়েন প্রমুখ।

আবারও সম্মিলিত আওয়াজ উঠবে, মোদী সরকার হটানোর দাবি উঠবে জোরালোভাবে। এবার দেখার রাজধানীর মঞ্চে মমতাকে ঘিরেই জোট-সমীকরণ আবর্ত হয় কি না। তিনি ব্রিগেড থেকে জোটের বার্তা দিয়েছিলেন, তারপর কলকাতায় ধরনা মঞ্চের পর এবার রাজধানীতে গণতন্ত্র বাঁচানোর দাবিতে ধরনা। আবার উত্তাল হবে জাতীয় রাজনীতি।

English summary
Bengal CM Mamata Banerjee will join in dharna with Chandrababu and Kejriwal at Delhi. She already have gone in Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X