For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় সঙ্গীত অবমাননার মামলা থেকে আপাতত স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা

জাতীয় সঙ্গীত বিতর্কে আপাতত স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুম্বইতে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় যে সমন পাঠানো হয়েছিল, তা বৈধ নয় বলে উল্লেখ করল আদালত। আগেই এই মামলায় মমতাকে সমন প

  • |
Google Oneindia Bengali News

জাতীয় সঙ্গীত বিতর্কে আপাতত স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুম্বইতে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় যে সমন পাঠানো হয়েছিল, তা বৈধ নয় বলে উল্লেখ করল আদালত। আগেই এই মামলায় মমতাকে সমন পাঠানো হয়েছিল। সেই সমন খারিজ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার।

 মামলা থেকে আপাতত স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা

আদালতের বিশেষ বিচারক আরকে রোকড়ে জানিয়েছেন, এই মামলায় ত্রুটি রয়েছে। আইন না মেনে সমন পাঠানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। নিয়ম মেনে ফের পাঠাতে হবে সমন।

মুম্বইয়ের নগর দায়রা আদালত ওই মামলায় সমন পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত। সেই মামলার ভিত্তিতেই সমন পাঠানো হয়েছিল তৃণমূল নেত্রীকে। এদিন মুম্বইয়ের নগর দায়রা আদালতের তরফে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, নিয়ম মেনে সমন পাঠানো হয়নি।

২০২১ সালের ঘটনার জেরে এই মামলা হয়। ওই বছরের ১ ডিসেম্বর মুম্বইয়ের ক্যাফে প্যারেডে একটি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলানোর সময় চেয়ারে বসেছিলেন বলে অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। এরপরই মামলা হয়। প্রথমে কাফে প্যারেড থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই বিজেপি নেতা। এরপর ২০২২ সালে সমন পাঠানো হয় মমতাকে।

বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারের আয়োজন করা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মমতা। মেধা পাটকর, মহেশ ভাট সহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুশীল সমাজকে একত্রিত করার বার্তা দিয়েছিলেন মমতা। সেখানেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অভিযোগ, পরে উঠে দাঁড়ালেও প্রথমে বসেই গান গাইছিলেন মমতা। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগে বেরিয়ে যাওয়ার অভিযোগও ওঠে মমতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিয়ো। তার ভিত্তিতেই অভিযোগ দায়ের হয়।

English summary
Mamata Banerjee was summoned by mumbai court in case of disrespecting national anthem, gets relief now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X