For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাশে আছি, ফারুকের জন্মদিনে বার্তা মমতার

ফারুক আব্দুল্লাহর ৮২ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

ফারুক আব্দুল্লাহর ৮২ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক রয়েছেন নিজের বাড়িতেই।

পাবলিক সেফটি অ্যাক্ট

পাবলিক সেফটি অ্যাক্ট

প্রসঙ্গত,১৯৭৮ সালে জননিরাপত্তা আইন সংক্রান্ত এই পিএসএ আইটনি পাশ করিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ফারুখ আব্দুল্লাহর বাবা শেখ আবদুল্লাহ। প্রায় চার দশক আগের এই আইন অনুসারে, কোনও বিচার ছাড়াই এই আইনে যে কাউকে দুবছর পর্যন্ত আটক করে রাখা যায়। কয়েক দশক ধরে জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী এবং ইট-পাটকেল ছোড়ার অপরাধে যুক্তদের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হচ্ছিল।

মমতার বার্তা

মমতার বার্তা

আজ ফারুক আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে টুইট করে মমতা লেখেন, "ফারুক আব্দুল্লাহজী, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার জন্য এই সময়টি খুব কঠিন। তবে আমরা আপনার সঙ্গে আছি। আপনি ইতিবাচক মনোভাব পোষণ করে থাকুন। ঈশ্বরের কাছে আপনার সুস্থতার কামনা করছি।"

পরিস্থিতি সামাল দিতে আটক কাশ্মীরি নেতরা

পরিস্থিতি সামাল দিতে আটক কাশ্মীরি নেতরা

৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ অধিকার বাতিল করা হয়। এরপর অপর একটি আইন পাশ করিয়ে জম্মু ও কাশ্মিরকে এবং লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা ঘোষণা করা হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীর জুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত নিরাপত্তারক্ষী। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয় বহুদিন। গ্রেফতার করা হয় সেখানকার বিচ্ছিনতাবাদী নেতা ও রাজনৈতিক নেতাদের। আটক করে রাখা হয় প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তাঁর ছেলে ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে আটক করে গৃহবন্দি করা হয়। এইভাবে রাজনৈতিকদের আটক করে রাখার বিরুদ্ধে বহুবার সরব হয়েছে বিরোধীরা। সরব হওয়া বিরোধী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯-এর মঞ্চে গড়ে ওঠে মমতা-ফারুক সম্পর্ক

১৯-এর মঞ্চে গড়ে ওঠে মমতা-ফারুক সম্পর্ক

চলতি বছরের জানুয়ারির ১৯ তারিখ ভারতের সকল বিরোধী দল ও তাদের নেতাদের কলকাতায় আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যওপাধ্যায়। ইউনাইটেড ফ্রন্টের সেই মঞ্চে মোদী ও বিজেপি বিরোধী নেতাদের মধ্যে ছিলেন ফারুক আব্দুল্লাহও। এরপর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় বিরোধীরা। সেখান থেকে বিজেপি বিরোধিতার সুর অনেকটাই নরম করেছে বিরোধী দলগুলির একাংশ। পরবর্তীতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে সরকারের পাশেও দাঁড়ায় তারা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জারি রাখেন বিজেপি বিরোধিতা। সেই দিক দিয়ে এক সূত্রে এখনও গেঁথে রয়েছেন মমতা ও ফারুক। কারণ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে আরও বেড়েছে বিজেপি বিরোধিতা।

English summary
Mamata Banerjee tweeted on Farooq Abdullah's Birthday assuring to stand by him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X