For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাসপাতালে মাথা পরীক্ষা করান মমতা', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ আর এক মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জেতাকে ততটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্বে বিজেপির জয় নিয়ে মমতা ততটা চিন্তিতও নন। ভোটের ফলে পর স্পষ্ট জানিয়েছিলেন তিনি। মাত্র ২৫ লক্ষ জনসংখ্যার একটি রাজ্যের জনগণকে ভোট মেশিনারি দিয়ে জিতে বিজেপির আনন্দ করার কিছু নেই। এমনভাবেই বিজেপির ত্রিপুরা জয়কে ব্যাখ্যা করেছিলেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতাকে বেনজির আক্রমণ আর এক মুখ্যমন্ত্রীর

সেই প্রেক্ষিতেই মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বললেন, মমতা দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে। হাসপাতালে গিয়ে মাথা পরীক্ষা করান।

ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব আরও বলেছেন, তৃণমূল সুপ্রিমোর উচিত মানসিক শান্তির জন্য মন্দিরে যাওয়া। সংবাদসংস্থা এএনআইকে একথা জানিয়েছেন বিপ্লব দেব।

হাসপাতালে মাথা পরীক্ষা করান মমতা, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ আর এক মুখ্যমন্ত্রীর

বিজেপির ত্রিপুরা জয়কে বড় করে দেখছেন না মমতা। ত্রিপুরা জয় পশ্চিমবঙ্গে পুরসভা জেতার মতো ব্যাপার বলে উড়িয়ে দেন মমতা। বিজেপি যে বাংলায় কোনও ফ্যাক্টর নয়, সেটাও জানাতে তিনি ভোলেননি।

এর আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং মমতাকে সুর্পনখা বলে সম্বোধন করেন। কংগ্রেসকে রাবণ আখ্যা দিয়ে মমতাকে সুর্পনখা বলে তোপ দাগেন তিনি। সেই উক্তি নিয়ে রাজনৈতিক মহলে ঝড় বয়ে গিয়ে গিয়েছে। এবার বিপ্লব দেবও সেই পথেই হাঁটলেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে বিজেপি ৩৬টি আসন পেয়েছে। ২৫ বছরের বাম শাসনকে উৎখাত করে ত্রিপুরায় জয় পেয়েছে। তৃণমূল ত্রিপুরায় কোনও আসন জিততে পারেনি।

English summary
Mamata Banerjee should get her brain examined in a hospital, says Tripura CM Biplab Deb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X